টিএসএন ডেস্ক, আগরতলা।।
উদ্বোধনী ম্যাচে পয়েন্ট ভাগ করলো এগিয়ে চলো সংঘ। গেল বছর দ্বিতীয় ডিভিশনে সেরা সম্মান পেয়ে এবছর প্রথম ডিভিশন লিগ ফুটবলে খেলার সুযোগ পাওয়া কল্যাণ সমিতির বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যামসুন্দর কো জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচটি শেষ হয় গোল শূন্য হবে। এদিন সন্ধ্যায় আসরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন জাতীয় দলের হয়ে খেলা আলভিটো ডিকোনও, রহিম নবী, রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার, সচি ব অমিত চৌধুরী প্রমূখ। বলে লাথি মেরে আসরে উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার রূপক মজুমদার। শিল্ড হাতছাড়া হওয়ার পর লীগে এগিয়ে চলার ফুটবলাররা দুরন্ত ফুটবল উপহার দেবে এমনই প্রত্যাশায় বুক বেঁধেছিলেন মেলার মাঠের ওই ক্লাবের সমর্থকরা। কার্যত প্রথম ম্যাচে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে। দুজনের ফুটবলার রাই অনেকটা ছন্নছাড়া ম্যাচ খেলেছে বলা যায়। মাঝবার দখল করতে পারেননি কোনও দলের ফুটবলার রাই। শিল্ডে পরাজয়ের রেশ এখনও যে দেবাশীষ রাই র কাটিয়ে উঠতে পারেননি তার আভাস পাওয়া গেছে মাঠে। কল্যাণ সমিতির ফুটবলাররা ও তেমন আহামরি খেলতে পারেননি এদিন। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয় গোল শূন্যভাবে। খেলা পরিচালনা করেন রক্তিম সাহা।
Tripura Football: ছন্নহীন ফুটবল, এগিয়ে চলো – কল্যাণ সমিতির ম্যাচ অমীমাংসিত।
