Tripura Football : আজ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী ব্লাডমাউথের সামনে আন্ডার ডগ কল্যাণ সমিতি।

IMG 20250716 WA0267

টিএসএন ডেস্ক, ১৯ জুলাই।।
             দ্বিতীয় শিল্ডের সেমিফাইনাল ম্যাচ শনিবার। আসরের হটফেভারিট ব্লাড মাউথ ক্লাব খেলবে কল্যাণ সমিতির বিরুদ্ধে। এদিন সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দু দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ফেভারিট হিসেবেই মাঠে নামবে ব্লাড মাউথ ক্লাব। তবে কমলা কালো দলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত কল্যাণ সমিতির ফুটবলাররা। ইতিমধ্যে দলের শক্তি বাড়িয়েছে কল্যাণ সমিতি। দলের সঙ্গে যোগ দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়র দলের ফুটবলার ফাং হাঙ্গ সুব্বা। আসরের প্রথম ম্যাচে আক্রমণভাগের দুর্বলতা লক্ষ্য করা গিয়েছিল আবু তাহেরের কল্যাণ সমিতি দলে। ওই সমস্যা কাটাতেই আনা হয়েছে সুব্বাকে। অপরদিকে আসরের প্রথম ম্যাচে টাউন ক্লাবকে বিধ্বস্ত করেছিল ব্লাড মাউথ ক্লাব। ফলে দলীয় ফুটবলারদের মনোবল অনেকটাই চাঙ্গা। ওই অবস্থায় কল্যাণ সমিতি বধে প্রস্তুত কর্ণেন্দু দেববর্মা-‌র ছেলেরা। শুক্রবার সকালে অনুশীলনে ব্লাড মাউথের ফুটবলারদের যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। দলের প্রতিটি ফুটবলারই যেনও জয় দেখতে পাচ্ছেন। জয় নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত হলেও সতর্কতায় মোড়া ব্লাড মাউথ কোচ। তিনি স্পষ্টভাবেই বলেন ,বিপক্ষ দল যথেষ্ট শক্তিশালী। আমাদের সতর্ক হয়ে মাঠে নামতে হবে। সামান্য ভুলে আসর থেকে ছিটকে যেতে হতে পারে আমাদের। তাই কোনও রকম আত্মতুষ্টির স্থান নেই দলে। আমার ছেলেরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেবই। ফুটবলারদের স্পষ্টভাবেই বলা হয়েছে শুরু থেকেই আক্রমাত্মক ফুটবল খেলতে। ব্লাড মাউথ ক্লাবের প্রাক্তন ফুটবলার তথা কল্যাণ সমিতির কোচ আবু তাহের বলেন, প্রতিপক্ষ দল যথেষ্ট ভালো। তবে আমার ফুটবলারদের উপর আমার আত্মবিশ্বাস আছে। আশা করি ছেলেরা হতাশ করবে না। দলকে ফাইনালে তুলবেই। এর জন্য বড় ভূমিকা নিতে হবে নবাগত সুব্বাকে। সিকিম থেকে আসা এই ফুটবলারটি যদি নিজের খেলাটা খেলতে পারে তাহলেই ফাইনালে উঠতে তেমন সমস্যা হবে না আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *