টিএসএন ডেস্ক, ২৯ জুন।।খেতাবের দৌড়ে আরেক কদম এগিয়ে গেল ঐকতান যুব সংস্থা। শনিবার ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে বীরেন্দ্র ক্লাব পরাজিত হতেই। চার ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে খেতাবে দৌড়ে ছিল বীরেন্দ্র ক্লাব। এদিন পরাজিত হতেই অনেকটা পিছিয়ে পড়লো ময়দানের ঐতিহ্যবাহী ওই ক্লাবটি। অপরদিকে ছয় ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে আপাতত বীরেন্দ্র ক্লাবের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। প্রসঙ্গত ঐকতান যুব সংস্থা পাঁচ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘সোনারতরী’ দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন উত্তেজনাপূর্ণ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ২-১ গোলে পরাজিত করে বীরেন্দ্র ক্লাবকে। এদিন ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা। ১৪ মিনিটে লাল নুন ডার্লং-এর দেওয়া গোলে এগিয়ে যায় বীরেন্দ্র ক্লাব। শুরুতেই গোল হজম করার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। শুরু হয় পাল্টা আক্রমণ। কিন্তু আক্রমণ ভাগের ফুটবলারদের চূড়ান্ত ব্যর্থতায় প্রথমার্ধে বিপক্ষে জাল নাড়াতে পারেনি স্পোর্টস স্কুলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি আরও বাড়ায় স্পোর্টস স্কুলের ফুটবলাররা। ম্যাচের ৮৫ মিনিটে কাঙ্খিত সাফল্য পায় স্পোর্টস স্কুল। এই সময় খাসরাং জমাতিয়া গোল করে সমতা ফেরান। ম্যাচ তখন শেষের পথে। রেফারী শেষ বাঁশি বাজার অপেক্ষায়। ফুটবল প্রেমীরা ধরে নিয়েছিলেন অমিমাংসিত ভাবে শেষ হতে চলেছে ম্যাচটি। তখনই কাউন্টার অ্যাটাকে যায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে দলের এবং নিজের দ্বিতীয় গোল করে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে দুরন্ত জয় এনে দেয় খাসরাং জমাতিয়া। রেফারি আদিত্য দেববর্মা দু দলের চারজন ফুটবলার কে হলুদ কার্ড দেখিয়েছেন।
খেতাবের দৌড়ে আরেক কদম এগিয়ে গেল ঐকতান যুব সংস্থা। শনিবার ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে বীরেন্দ্র ক্লাব পরাজিত হতেই। চার ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে খেতাবে দৌড়ে ছিল বীরেন্দ্র ক্লাব। এদিন পরাজিত হতেই অনেকটা পিছিয়ে পড়লো ময়দানের ঐতিহ্যবাহী ওই ক্লাবটি। অপরদিকে ছয় ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে আপাতত বীরেন্দ্র ক্লাবের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। প্রসঙ্গত ঐকতান যুব সংস্থা পাঁচ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘সোনারতরী’ দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন উত্তেজনাপূর্ণ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ২-১ গোলে পরাজিত করে বীরেন্দ্র ক্লাবকে। এদিন ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা। ১৪ মিনিটে লাল নুন ডার্লং-এর দেওয়া গোলে এগিয়ে যায় বীরেন্দ্র ক্লাব। শুরুতেই গোল হজম করার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। শুরু হয় পাল্টা আক্রমণ। কিন্তু আক্রমণ ভাগের ফুটবলারদের চূড়ান্ত ব্যর্থতায় প্রথমার্ধে বিপক্ষে জাল নাড়াতে পারেনি স্পোর্টস স্কুলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি আরও বাড়ায় স্পোর্টস স্কুলের ফুটবলাররা। ম্যাচের ৮৫ মিনিটে কাঙ্খিত সাফল্য পায় স্পোর্টস স্কুল। এই সময় খাসরাং জমাতিয়া গোল করে সমতা ফেরান। ম্যাচ তখন শেষের পথে। রেফারী শেষ বাঁশি বাজার অপেক্ষায়। ফুটবল প্রেমীরা ধরে নিয়েছিলেন অমিমাংসিত ভাবে শেষ হতে চলেছে ম্যাচটি। তখনই কাউন্টার অ্যাটাকে যায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে দলের এবং নিজের দ্বিতীয় গোল করে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে দুরন্ত জয় এনে দেয় খাসরাং জমাতিয়া। রেফারি আদিত্য দেববর্মা দু দলের চারজন ফুটবলার কে হলুদ কার্ড দেখিয়েছেন।