টিএসএন ডেস্ক,১৮ জুলাই।।
প্রথম সেমিফাইনাল আজ। ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে আসরের দুই শক্তিশালী দল ফরোয়ার্ড ক্লাব এবং নাইন বুলেটস ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ সন্ধে ছটায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘নীলজ্যোতি ‘ রাখাল শিল্ড নকআউট ফুটবল আসরে। দু দলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফেভারিট হিসাবে ফরওয়ার্ড মাঠে নামলেও কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত নাইন বুলেটস ক্লাবের তরুণ ব্রিগেড। নিজেদের প্রথম ম্যাচে ফরোয়ার্ড ক্লাব পরাজিত করেছিল গেলো চার বারের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘকে এবং নাইন বুলেট ক্লাব পরাজিত করেছিল লাল বাহাদুর ব্যায়ামাগারকে। দু-দলেই একঝাঁক তরুণ ফুটবলার রয়েছে। দক্ষতায় ফরোয়ার্ড এগিয়ে থাকলেও গতিতে নাইন বুলেটস কিন্তু টেক্কা দেবে খেতাবের দাবিদার দলকে। দু-দলের কোচই নিজেদের অস্ত্রদের এ দিন শেষবার শান দিয়ে নেন। ফরোয়ার্ড কোচ আবীন রোজ সাফল্য পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। তার ঠোঁটের কোণে খেলে যাওয়া হাঁসিতে আত্মবিশ্বাস। গভীর দৃষ্টিতেও তাই। গুরুত্ব দিচ্ছেন, যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন নাইন বুলেটসকে। বারবারই বলছিলেন, যে মুষ্টিমেয় কয়েকজন ম্যাচ জেতানো ফুটবলার ত্রিপুরায় খেলতে এসেছেন তাদের মধ্যে কয়েকজন রয়েছে বিপক্ষ শিবিরে। রাজীব ঘোষের তত্ত্বাবধানে শিবির থেকে শারীরিকভাবে ভালো জায়গায় চলে এসেছেন নাইন বুলেটস এর ফুটবলাররা। তাই তাঁর সমীহ, গুরুত্ব নাইনবুলাসকে। তবে এসব কিছুকে ছাপিয়ে যেটা চুঁয়ে পড়ছে সেটা তার আত্মবিশ্বাস। যদিও মুখে বলছেন এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করা মুর্খামী। ম্যাচের সময় যারা ভালো অবস্থায় থাকবে, মনো সংযোগ করতে পারবে, নিজেদের সঠিক প্রয়োগ করতে পারবে — তারাই যুদ্ধে বাজিমাত করতে পারবে । কাগজে-কলমে শক্তিতে এগিয়ে আছেন — তা মানছেন না ফরোয়ার্ড কোচ রোজ। বলছেন, ম্যাচ শূন্য – শূন্য অবস্থায় শুরু হবে। এইসব কথাগুলির মধ্যে তাঁর সততায়, আন্তরিকতায় কোন খাদ নেই। কিন্তু তাঁর দিল খোলা হাসিতে, আচরণে, অভিব্যক্তিতে স্পষ্ট — তিনি জয় দেখতে পাচ্ছেন। তবে ১০০ ভাগ সতর্ক তাই মোরা। ফুটবলারদের সতর্ক করছেন প্রতিমুহূর্তে। সতর্কতা, মনঃসংযোগ হারালে ছিটকে যেতে হবে আসর থেকে – এটাই বুঝাচ্ছেন তিনি। কোচ বলেন, আমার ছেলেরা ঝাঁপানোর জন্য তৈরি। নাইন বুলেটস দল সম্পর্কে কোন মন্তব্য করার ব্যাপারে তীব্র অনীহা রোজের। শুধু বললেন, ওদের আক্রমণ ভাগ শক্তিশালী। দুর্বলতা ? আগেভাগে বলব না। সমীহ, সতর্কতার খোলসটা খসে পড়ল যখন বললেন, আমার ফুটবলাররা আমার চেয়েও বেশি পেশাদার। মাঠে বোঝানোর জন্য তৈরি। এদিকে নাইন বুলেটস কোচ রাজীব ঘোষ যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বিপক্ষ দলকে। স্পষ্ট ভাবে বলেন, বিপক্ষ দলের শক্তি আমাদের থেকে বেশি। তবে আমার ছেলেরা যথেষ্ট লড়াকু। শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। আমাদের হালকাভাবে নিলে খেসারাও দিতে হবে বিপক্ষ দলকে। আমরাও তৈরি ফাইনালি খেলা নিয়ে। ফুটবল প্রেমীরা বিশ্বাস করেন আজ একটি উপভোগ্য ম্যাচ দেখার সুযোগ পাবে।
Tripura Football: আজ শিল্ডের প্রথম সেমিফাইনালের মহারণ।ফরোয়ার্ডের সামনে নাইন বুলেটস।
