টিএসএন ডেস্ক, ১৮ জুন।।
আবারও পয়েন্ট ভাগ। এবার পয়েন্ট ভাগ করলো ত্রিবেণী সংঘ এবং পুলিশ আর সি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত সোনারতরী দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দলের ম্যাচটি শেষ হয় গোল শূন্য ভাবে। এদিন কোনও দলই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। অনেকটা ছন্নছাড়া ফুটবল খেলেছে দু দলের ফুটবলাররা। ফলে এক সময় ম্যাচ বিরক্তি কর হয়ে উঠেছিল। অজশ্র মিসপাসে ভরা ছিল ম্যাচটি। কোনও দলই নিজেদের উইংগুলোকে ঠিকভাবে ব্যবহার করতে পারেননি। তারপরও বল দখলের লড়াইয়ে কিছুটা হলেও এগিয়েছিল পুলিশ ফুটবলার। দলের মাছ মাঠের নির্ভরযোগ্য ফুটবলার প্রীতম হোসেনের অনুপস্থিতি অনেকটাই বোঝা গেছে এই দিন। প্রসঙ্গত গোড়ালিতে চোটের জন্য দলের বাইরে প্রীতম হোসেন। দু-দলই বিক্ষিপ্ত কয়েকটি আক্রমণ করলেও বিপক্ষে রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি। শেষ পর্যন্ত গোল শূন্যভাবে শেষ হয় ম্যাচটি। রেফারি সত্যজিৎ দেবরায় হলুদ কার্ড দেখান ত্রিবেণী সংঘের পহর দেববর্মা এবং এম ডি সুলিমনকে।
Tripura Football: ত্রিবেণীর সঙ্গেও ছন্নহীন পুলিশ। ভাগ করলো পয়েন্ট।
