টিএসএন ডেস্ক,৯ আগস্ট।।
জয়ের ধারা অব্যাহত রাখলো তারকাখচিত এগিয়ে চলো সংঘ। বৃহস্পতিবার অনেকটা অনায়াসেই পরাজিত করলো রামকৃষ্ণ ক্লাবকে। টানা চার ম্যাচে পরাজিত হয়ে রামকৃষ্ণ ক্লাব এখন অবনমনের দোরগোড়ায়। কপালে ভাঁজ দলের কোচ কৌশিক রায় সহ ক্লাব কর্তাদের। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘শ্যামসুন্দর কোং জুয়েলার্স’ প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন সন্ধ্যায় ফ্ল্যাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলেই জয় তুলে নেন সুজিত হালদারের ছেলেরা। ম্যাচের শুরু থেকেই বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন মেলার মাঠের ওই ক্লাবের ফুটবলাররা। মাত্র দুই মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে কৌশিক রায়ের দলের রক্ষণভাগ। আর তাতেই এগিয়ে চলার জয় সহজ হয়ে পড়ে। ম্যাচ শুরুর ২১ মিনিটের মাথায় ন্যার্কিতালুং বুমার গোলে এগিয়ে যায় লীগ জয়ের হ্যাটট্রিক করা এগিয়ে চলো সংঘ। এর ২ মিনিট পরেই নবদ্বীপ নার্জারীর গোলে ব্যবধান বাড়ে। দুই গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণের তীব্রতা আরো বাড়ান সত্যম শর্মা-রা। প্রথমার্ধে আর গোলের রাস্তা খুঁজে পায়নি। ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট আগে উত্তম রাই এগিয়ে চোল-র জয় নিশ্চিত করে দেন। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয়লাভ করে সুপার সিক্স নিশ্চিত করে নেয় এগিয়ে চলো সংঘ। ম্যাচটি পরিচালনা করেন আদিত্য দেববর্মা।
Tripura Football: লিগ ফুটবলে এগিয়েচলোর ধারাবাহিক জয় ।
