টিএসএন ডেস্ক, ১৮ মে।।
জয় ধারা অব্যাহত রাখে এগিয়ে চলছে জম্পুইজলা প্লে সেন্টার। রবিবার জম্পুইজলা প্লে সেন্টার হাফ ডজন গোলে পরাজিত করে পান্থুই স্পোর্টিং সোসাইটিকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ দিনের বিকেলের প্রথম ম্যাচে শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলতে থাকেন জম্পুইজলা প্লে সেন্টারের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিল এগিয়ে। প্রথম গোল পেতে জম্পুইজলাকে মাত্র ১৩ মিনিট অপেক্ষা করতে হয়। ওই সময় কর্ণ কলই এগিয়ে দেন জম্পুইজলাকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জম্পুইজলাকে। সুরঞ্জিৎ দেববর্মার ছেলেদের গতি এবং দক্ষতার কাছে মূলত পিছিয়ে পড়ে পান্থুই দলের ফুটবলাররা। দল প্রথমার্ধের ৪-০ গোলে এগিয়েছিল। ম্যাচের ১৩ মিনিটে বত্রসাধন জমাতিয়া, ২৮ মিনিটে অ্যালেক্স ডার্লং, ৩৭ মিনিটে বত্রসাধন জমাতিয়া গোল করে জম্পুইজলাকে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে কর্ণ কলই এবং ৮২ মিনিটে রাহুল রিয়াং পান্থুই স্পোর্টিং সোসাইটির জাল নাড়িয়ে দেন। ম্যাচটি পরিচালনা করেন রেফারি আদিত্য দেববর্মা।
Tripura Football: জম্পুইজলা পি সি’র কাছে পান্থুই স্পোর্টিং সোসাইটির পরাজয় ।
