টিএসএন ডেস্ক, ১লা সেপ্টেম্বর।।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের গুরুত্বহীন ম্যাচে সোমবার মুখোমুখি হয় নাইম বুলেটস ও জুয়েলস অ্যাসোসিয়েশন। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রত্যাশিতভাবেই জয় পায় শক্তিশালী লাইন বুলেটস। বুলেটসের ফুটবলাররা পরপর ছয়বার জুয়েলসের পোস্টে গোল করে। পাল্টা আক্রমণে গিয়ে সান্ত্বনা সূচক একটি মাত্র গোল করে জুয়েলস্ অ্যাসোসিয়েশন। অর্থাৎ ম্যাচের ফলাফল ৬-১। ম্যাচের শুরুতে মাঠ দখল নেয় নাইন বুলেটস। পুরো ম্যাচে আধিপত্য নিয়ে জয় খেলে সুপার ফোরে আগে নিজেদের মানসিক ভাবে আরো চাঙ্গা করলো বুলেটস।
আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোরের লড়াই।ইতিমধ্যে সুপার ফোরের রোড ম্যাপও চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রথম দল হিসাবে সুপার ফোরে জায়গা করেছে এগিয়ে চলো সংঘ, দ্বিতীয় দল নাইন বুলেটস, তৃতীয় দল ব্লাড মাউথ এবং চতুর্থ দল হিসাবে সুপার ফোরের যোগ্যতা অর্জন করেছে কল্যাণ সমিতি।
Tripura Football: বুলেটসের কাছে ৬-১ গোলে পরাজিত জুয়েলস।
