টিএসএন ডেস্ক, ৩০ জুলাই।।
বড় ব্যবধানে জয় দিয়ে আসর শেষ করলো ত্রিপুরা। মধ্যপ্রদেশে অনুষ্ঠিত ড: বি সি রায় ট্রফি ফুটবল প্রতিযোগিতায়। ওই রাজ্যের পুলিশ মাঠে বুধবার ‘ এ ‘ গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা মুখোমুখি হয়েছিল আন্দামান ও নিকোবরের। মুষলধারে বৃষ্টির জন্য মাঠের অবস্থা ছিল জঘন্য। কর্দমাক্ত মাঠে ঠিকভাবে খেলতেই পারছিল না দু দলের ফুটবলাররা। তারপরও ম্যাচে প্রাধান্য নিয়ে খেলেছে ত্রিপুরার ফুটবলাররা। শেষ পর্যন্ত ৮-৪ গোলে জয়লাভ করে ত্রিপুরা। রাজ্য দলের পক্ষে ইয়াফার দেববর্মা দুটি গোল করে। এছাড়া ত্রিপুরার পক্ষে রবিউল হাসান, জরা জমাতিয়া, রণবীর দেববর্মা, অমিত দেববর্মা, সচলাং দেববর্মা এবং এন্সিয়েল দেববর্মা গোল করে। এদিন ম্যাচের শুরুতেই গোল হজম করেছিলো ত্রিপুরা। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। জয় পেয়ে গ্রুপের দ্বিতীয় স্থান অর্জন করল ত্রিপুরা। উত্তরাখন্ড গ্রুপে তিন ম্যাচেই জয়লাভ করে পরের রাউন্ডে খেলার ছাড়পত্র অর্জন করে নেয়। এদিন উত্তরাখন্ড ৬-০ গোলে পরাজিত করে হিমাচল প্রদেশকে। খেলা শেষে রাজ্য দলের কোচ অনিমেষ দেব মধ্যপ্রদেশ থেকে টেলিফোনে বলেন, দুর্দান্ত খেলেছে ছেলেরা। এবারের আসর থেকে বেশ কয়েকজন ফুটবলার নজর কেড়ে নিয়েছে। যারা আগামী দিনে রাজ্যের সম্পদ হয়ে উঠবে। মুষলধারে বৃষ্টির জন্য মাঠের যে বেহাল অবস্থা হয়েছিল তাতে কিছুটা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। নতুবা ছেলের আরও ভালো খেলতে পারতো। জাতীয় আসরে অংশ নেওয়ার আগে রাজ্য ফুটবল সংস্থা যেভাবে অনুশীলনের সুযোগ করে দিয়েছিলো দলীয় ফুটবলারদের তাতেই কিছুটা সাফল্য এসেছে বলে মনে করছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। রাজ্য দলের ম্যানেজার রাজীব দেববর্মা অভিযোগ করেন, উত্তরাখণ্ডের দলে বেশ কয়েকজন কলেজ পড়ুয়া ফুটবলার রয়েছে। এ নিয়ে বিভিন্ন দল উদ্যোক্তাদের কাছে লিখিত অভিযোগ করেছে। এভাবে চলতে থাকলে কখনও ভালো খেলা সম্ভব নয়। উদ্যোক্তাদের উচিত উত্তরাখণ্ড দলটির বিরুদ্ধে কড়া প্রদক্ষেপ নেওয়া।
Tripura Football: বি সি রায় ট্রফিতে আন্দামানকে গোলের মালা ত্রিপুরার।
