টিএসএন ডেস্ক,২২ নভেম্বর।।
রাজ্যে অনুষ্ঠিত হবে ৭৯ তম সন্তোষ ট্রফি ফুটবলের আসর। গ্রুপ ‘ ডি ‘ বিভাগের। ওই বিভাগে রয়েছে স্বাগতিক ত্রিপুরা সহ মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড। ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে আসর। এই আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় উদ্যোগ নিচ্ছে রাজ্য ফুটবল সংস্থা। ইতিমধ্যে বিভিন্ন কমিটি গঠন করা হয়ে গেছে। উদ্যোক্তা কমিটির পেট্রোল রতন সাহা, চেয়ারম্যান প্রণব সরকার, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান চঞ্চল নন্দী, ফিনান্স কমিটির চেয়ারম্যান শংকর প্রসাদ দত্ত, ট্রান্সপোর্ট কমিটির চেয়ারম্যান শুভেনজিৎ সিনহা, ফুড কমিটির চেয়ারম্যান অমিত দেব, একমুডেশন কমিটির চেয়ারম্যান শুভেনজিৎ সিনহা, মিডিয়া কমিটির চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার, মেডিকেল কমিটির চেয়ারম্যান ডা: কনক চৌধুরী নির্বাচিত হয়েছেন। ত্রিপুরা দলের কোচ নির্বাচিত হয়েছেন দীনেশ কুমার প্রধান। এছাড়া সহকারি কোচ রূপক মজুমদার, ম্যানেজার সুভাষ বসু, গোলকিপার কোচ ইন্দ্রনীল ঘোষ, ফিজিও জন ত্রিপুরা, অফিসিয়াল অশ্বিনী ধানুক নির্বাচিত হয়েছেন। রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী এ খবর জানিয়েছেন।
Tripura Football: রাজ্যে অনুষ্ঠিত হবে ৭৯ তম সন্তোষ ট্রফি ফুটবলের আসর। গঠিত হলো কমিটি।


ST666dangnhap… Alright, let’s see what this is all about. Heard good things about the ST666 platform. Hoping the ‘dangnhap’ part is smooth and easy. No one likes a complicated login! st666dangnhap