Tripura Foitball:  সুপার লিগে শক্তি বৃদ্ধি কল্যাণ সমিতির। আসছেন রোনাল্ডো।

IMG 20250903 231401

টিএসএন ডেস্ক, ৩ সেপ্টেম্বর।।
      সুপার লিগে মাঠে নামার আগে শক্তি বাড়াচ্ছে কল্যাণ সমিতি। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা গোয়া থেকে একজন বড় মাপের ফুটবলার। রোনাল্ডো অগাস্টা এন্টনি আলভেরা। আক্রম ভাগের ওই ফুটবলার টিম যোগ দিলে দলের শক্তি কয়েকগুণ বাড়বে বিশ্বাস করেন দলীয় কর্মকর্তারা। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে কল্যাণ সমিতি খেলবে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। ৫ সেপ্টেম্বর হবে ম্যাচটি।

image editor output image1551926684 17569227598568381407718337008762

ওই ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার দুপুরের বিমানে রাজ্যে পৌঁছবেন রোনাল্ডো। এ খবর জানান কল্যাণ সমিতি দলের ম্যানেজার তন্ময় ধর। তিনি বলেন, যথেষ্ট বড় মাপের ফুটবলার রোনাল্ডো। আশা করি তার পায়ের কাজে রাজ্যের ফুটবলপ্রেমীরা মুগ্ধ হবেন। এবং রাজ্যের ফুটবল প্রেমীদের ভালো খেলা উপহার দেবে গোয়া থেকে নিয়ে আসা ওই ফুটবলারটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *