টিএসএন ডেস্ক, ২জুলাই।।
সহজ ম্যাচকে কঠিন করে জিতলো লংতরাইভ্যালি মহকুমা। আসরের চার ম্যাচ খেলে দুটিকে জয় পেয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখলো লংতরাইভ্যালি মহকুমা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে লংতরাইভ্যালি মহকুমা ১ উইকেটে পরাজিত করে অমরপুর মহকুমাকে। এদিন বিফলে গেলো দেবত্তোম ঘোষের অলরাউন্ড পারফরম্যান্স। মঙ্গলবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে অমরপুর মহকুমা ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৬১ রান করতে সক্ষম হয়। দলের হয়ে মিটল অর্ডার ব্যাটসম্যান দেবত্তোম ঘোষ যদি কিছুটা রুখে না দাঁড়াতেন তাহলে দলীয় স্কোর সম্ভবত ৩০ রানের গণ্ডি পার হতো না। ঘরের মাঠে আরও লজ্জাজনক পরাজয় হতে পারতো অমরপুর মহকুমার। দলের পক্ষে দেবত্তোম ৫১ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। লংতরাইভ্যালি মহকুমার পক্ষে কাজল সূত্রধর ১১ রানে পাঁচটি, রোহিত গুপ্তা ১৮ রানে এবং দীপাঞ্জন দাস ২২ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে লংতরাইভ্যালি মহকুমা ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অর্ঘ্যদীপ চৌধুরী ৭৭ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২১ এবং দিকসন দেববর্মা ১৯ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খেতে পায় ১১ রান। অমরপুর মহকুমার পক্ষে রঞ্জিত ঘোষ ১১ রানের এবং দেবত্তোম ঘোষ ১৮ রানে চারটি করে উইকেট দখল করেন।
Tripura Cricket: ঘাম ঝরিয়ে জয় পেলো লংতরাইভ্যালি মহকুমা।
