টিএসএন ডেস্ক,১৬ জুলাই।।
বিফলে গেলো ইন্দ্ররণী জমাতিয়া এবং অম্বিকা দেবনাথের দুরন্ত ব্যাটিং। বৃষ্টিতে মাঝপথে পরিত্যক্ত হলো ম্যাচ। রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটে। তালতলা স্কুল মাঠে মঙ্গলবার দাপটে সঙ্গে ব্যাটিং করছিলেন ত্রিপুরা সিনিয়র মহিলা দলের দুই ক্রিকেটার ইন্দ্র রাণী এবং অম্বিকা। ওই দুজনের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছিলেন মোহনপুর মহকুমার বোলাররা। বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন ৩৪.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে বিশালগড় মহকুমা বিশাল ২১৯ রান করেছিলো। ইন্দ্ররানী ১০৫ বল খেলে ১১ টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৪ রানে এবং অম্বিকা ১১০ বল খেলে দশটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৫ রানে অপরাজিত থেকে যান। এরপর আর খেলা শুরু করা যায়নি বৃষ্টির জন্য। শেষ পর্যন্ত দু দলকে দুই পয়েন্ট করে দেওয়া হয়েছে। উদয়পুরের জামজুরি মাঠে অনুষ্ঠিত ম্যাচটি পরিত্যক্ত হয়েছে মাঝপথে। উদয়পুর প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৩৭ রান করেছিল শান্তিরবাজার মহকুমার বিরুদ্ধে । দলের পক্ষে পূজা দাস ৩৭ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। এরপর বৃষ্টি শুরু হয় ম্যাচটি হয়নি। ২ পয়েন্ট করে পায় দু-দল। মেলাঘরের শহীদ কাজল ময়দানে সোনামুড়া প্রথম ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৫৫ রান করার পর বৃষ্টি নামে। দলের পক্ষে পায়েল নম ৩২ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং রুম্পা সিনহা ১৫ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। সাব্রুম মহকুমার পক্ষে বীনা লক্ষ্মী ত্রিপুরা এবং সঙ্গীতা দেবনাথ একটি করে উইকেট দখল করেন। এম বি বি স্টেডিয়ামে সদরের বোলারদের দাপটে খোয়াই মহকুমা ছিল কোণঠাসা অবস্থায়। ৩০ ওভারে নয় হারিয়ে ৪৭ রান করেছিল খোয়াই মহকুমা। দলের পক্ষে অনামিকা দাস পচিশ রান করে ৬০ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে। সদরের পক্ষে অন্নপূর্ণা দাস সাত রানে পাঁচটি এবং অম্বেষা দাস দুই রানে তিনটি উইকেট দখল করেছিলেন। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দু-দলই পেলো ২ পয়েন্ট করে। আসরে প্রথম ম্যাচের পর আপাতত চার পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে ধর্মনগর মহকুমা।
Tripura Cricket: বৃষ্টিতে ভেস্তে গেলো মহিলা ক্রিকেটের ৪টি ম্যাচ
