টিএসএন ডেস্ক, ২ডিসেম্বর।।
ত্রিপুরাকে নেতৃত্ব দেবে সন্দীপন দাস। ডেপুটি হিসেবে থাকবে আরিস মজুমদার। অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। ৭ ডিসেম্বর থেকে শিমোগাতে শুরু হতে চলেছে বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেট। ৭-৯ ডিসেম্বর উত্তর প্রদেশ, ১২-১৪ ডিসেম্বর বিদর্ভ, ১৮-২০ ডিসেম্বর গুজরাট, ২৩-২৫ ডিসেম্বর চন্ডিগড় এবং ২৯-৩১ ডিসেম্বর ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। রাজ্যের বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটারকে দলের বাইরে রেখে ক্লাব লবিবাজি করতে গিয়ে দল গড়া হয়েছে এমনই অভিযোগ উঠেছে। গেল মরশুমে বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারি আনস ভাটনগর কে রাখা হয়নি ত্রিপুরা দলে। অভিযোগ উঠেছে আনস এর পরিবর্তে এমন এক ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে যার বাড়িতে এক সময় ভাড়া ছিলেন ত্রিপুরা দলের কোচ। পাশাপাশি রামনগরের একটি ক্লাব কে প্রাধান্য দেওয়া হয়েছে দল গঠনে। ওই অবস্থায় জাতীয় আসরে ত্রিপুরা কতটা ভালো ফলাফল করবে তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। এমনিতেই মরশুমে চূড়ান্ত ভরাডুবি হচ্ছে রাজ্য দলের। বিভিন্ন আসরে দলগঠন করতে গিয়ে ক্লাব লবিবাজি করে রাজ্য দলকে ডুবিয়েছেন টিসিএ কর্তারা। এবার ও কি সেই পথেই হাঁটলেন। নির্বাচিত ক্রিকেটাররা ৪ ডিসেম্বর সিমোগার উদ্দেশ্যে রওনা হবে। ত্রিপুরা দলই নির্বাচিত ক্রিকেটাররা হল: রাজদীপ দেবনাথ, সন্দীপন দাস (অধিনায়ক), যশ দেববর্মা, বিশাল সরকার, সন্দীপ রায়, রাজ মালাকার, সুবীর বৈদ্য, রাজদীপ পাল, ময়ূখ চৌধুরী, আরিস মজুমদার, কৃষ ভৌমিক, শাহীন হোসেন পোদ্দার, দীপাঞ্জন দাস, চন্দ্রশান্ত গোস্বামী, তুহিন দেবনাথ, সোমদেব শীল, এপ্রিল দেববর্মা এবং পৃথ্বীরাজ গোপ।
Tripura Cricket: বিজয় মার্চেন্ট ট্রফি: রাজ্যের নেতা সন্দীপন


I’ve quickly visited 5ggg! I’m not sure still if I like it or not. I’ll check it soon later! Here : 5ggg.