টিএসএন ডেস্ক, ২৮ জুলাই।।
জয়ের ধারা অব্যাহত রাখলো স্ফূলিঙ্গ ক্লাব। টানা দুই ম্যাচে জয়লাভ করে কসমোপলিটন ক্লাবের সঙ্গে লীগ টেবিল এর শীর্ষে রয়েছে স্ফূলিঙ্গ ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৮ ক্লাব লিগ ক্রিকেটে। সোমবার এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে স্ফূলিঙ্গ ক্লাব ৫ উইকেটে পরাজিত করে জে সি সি কে। বিজয়ী দলের অয়ন রায় প্রথমে বল হাতে এক উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ৪৬ রান করে অপরাজিত থেকে যায়। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে জে সি সি ৮৫ রান করে। দলের পক্ষে ইস্তা দেবনাথ ১৮ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, শ্রীমন দেবনাথ ২৯ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং অন্তরীপ সাহা ২৫ বল খেলে একটি বাউন্ডারি সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। স্ফূলিঙ্গ ক্লাবের পক্ষে শাহিন জামান চৌধুরী ১৪ রানে তিনটি এবং উদয় মিত্র ১২ রানে দুটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে তিন বল বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় স্ফূলিঙ্গ ক্লাব। দলের পক্ষে অয়ন রায় ৫২ বল খেলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ রানে অপরাজিত থেকে যায়। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। জে সি সি-র পক্ষে তপন ঘোষ ১৮ রানে এবং পৃথ্বীরাজ গোপ ২০ রানে দুটি করে উইকেট দখল করে।
Tripura Cricket: অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে স্ফুলিঙ্গের টানা জয়।
