টিএসএন ডেস্ক, ২৮ জুলাই।।
জয়ের ধারা অব্যাহত রাখলো হার্ভে ক্লাব। টানা দুই ম্যাচে জয়লাভ করে লিগ টেবিলের শীর্ষে হার্ভে। অপরদিকে টানা দুই ম্যাচে পরাজিত হয়ে ‘এ’ গ্রুপে নিচের সারিতে রয়েছে ব্লাড মাউথ ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৮ ক্লাব ক্রিকেটে। সোমবার টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে হার্ভে ক্লাব ৬ উইকেটে পরাজিত করে ব্লাড মাউথ ক্লাবকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ব্লাড মাউথ ক্লাব মাত্র ১১৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রসেনজিৎ ভৌমিক ৭৪ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৩৮, রাজদীপ সিনহা ৪৪ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং ময়ূখ চৌধুরী ৫২ বল খেলে ১৩ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। হার্ভে ক্লাবের পক্ষে অর্কজিৎ সাহা পাঁচ রানে চারটি এবং নিলয় শীল তের রানের দুটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে হার্ভে ক্লাব ৩০.১ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অর্কজিৎ সাহা একাত্তর বল খেলে চারটি বাউন্ডারি ও একটা ওভার বাউন্ডারি সাহায্যে ৩৫, সাগর সূত্রধর ৩১ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, আধি দেবনাথ ২৭ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং সন্দীপন দাস ৪৭ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৯ (অপ:) রান করে। ব্লাড মাউথ ক্লাবের পক্ষে অরিশ মজুমদার ৩৪ রানে তিনটি উইকেট দখল করে।
Tripura Cricket: অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে ব্লাডমাউথের ধারাবাহিক পরাজয়।
