টিএসএন ডেস্ক, ১৪ আগস্ট।।
জয়ের ধারা অব্যাহত রেখেছে ইউনাইটেড ফ্রেন্ডস। বৃষ্টিজনিত কারণে মাঝে বেশ কদিন ম্যাচ স্থগিত রাখা হয়েছিল। পুনরায় খেলা শুরু হলে টিসিএ আয়োজিত অনূর্ধ্ব ১৮ আন্তঃ ক্লাব লীগ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ বি থেকে ইউনাইটেড ফ্রেন্ডস আজ, বৃহস্পতিবার আট উইকেট এর ব্যবধানে বিসিসি-কে পরাজিত করেছে। গুরুত্বপূর্ণ এই জয়ের সুবাদে গ্রুপ বি থেকে কোয়ার্টার ফাইনালে খেলার পথ অনেকটা প্রশস্ত করে নিয়েছে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে খেলা শুরুতে বৃষ্টির জন্য প্রায় দেড় ঘন্টা দেরি হলে ওভার সংখ্যা কমিয়ে ৪০ করা হয়। টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিসিসি-কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ১৮.৩ ওভার খেলে বিসিসি ৪৯ রানে ইনিংস গুটিয়ে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডস ৪০ বল খেলে দুই উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ব্যাটিংয়ে ইউনাইটেড ফ্রেন্ডস-এর আব্দুল রাহানের ২১ রান এবং নীলাঞ্জন আচার্যের নয় রান উল্লেখযোগ্য। বিসিসি-র সুবীর বৈদ্য ১০ রান পেয়েছিল। বোলিংয়ে ইউনাইটেড ফ্রেন্ডস-এর কিষাণ সরকার ১২ রানে চারটি এবং বিস্ময় দেবনাথ ১৩ রানে তিনটি উইকেট পেয়েছিল। এছাড়া বিসিসি-র জয়ন্ত বিশ্বাস পেয়েছে দুটি উইকেট ৩১ রানের বিনিময়ে। বিজয়ী দলের পক্ষে বিস্ময় দেবনাথ অলরাউন্ড পারফরম্যান্সের জন্য প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব পেয়েছে।
Tripura Cricket: অনূর্ধ্ব ১৮ ক্লাব ক্রিকেট : ধারাবাহিক ভাবেই জয়ী ইউ: ফ্রেন্ডস

