টিএসএন ডেস্ক,২৩ এপ্রিল।।
ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবে পক্ষ থেকে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের তারকা অলরাউন্ডার তথা রাজ্য রঞ্জি দলের সহ-অধিনায়ক মণিশংকর মুড়াসিংকে ২০২৩-২৪ মরশুমের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আগরতলা প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে মণিশংকরের হাতে স্মারক উত্তরীয় ও পুষ্পস্তবক তুলে দেয়া হয়। সংবর্ধনা পেয়ে আবেগে আপ্লুত মণিশংকর বলেন, “বেশ কয়েক বছর ধরেই এই সম্মান আমি পেয়েছি। আগামীতেও পেতে চাই”।
এদিনের মনোজ্ঞ অনুষ্ঠানে মণিশংকরের ক্রিকেট ক্যারিয়ারে সাফল্যের নানা দিক তুলে ধরেন স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী। তিনি বলেন, ” মণিশংকর আমাদের রাজ্যের ক্রিকেট আইকন। গত মরশুমে আইপিএল-এ রাজস্থান রয়েলস-এর সাথে যুক্ত ছিলেন। জাতীয় বিভিন্ন আসরে ধারাবাহিক ভাবে সফল হন। তাই তাকে বর্ষসেরার সম্মান দেয়া হয়”। ক্লাবের বরিষ্ঠ সদস্য মণিমায় রায় বলেন, “মণিশংকর এরাজ্যের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের কাছে একটা বিশাল নাম। তার ধারাবাহিকতা তাকে সফল ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আগামীতেও সে সাফল্যের ধারা ধরে রাখবে, এই আশা রয়েছে”।
সংবর্ধনা জ্ঞাপনের পর মণিশংকর বলেন, “ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টর ক্লাবের এই সম্মান পেয়ে আমি খুব খুশী। সকলের মত আগামীতেও এই সম্মান পেতে চাই। আশা করবো এই সম্মান রাজ্যের ক্রীড়াক্ষেত্রে চালু থাকবে”।
এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ। উপস্থিত ছিলেন ক্লাবের সচিব অনির্বাণ দেব, সহ-সচিব কল্যাণ দেবনাথ, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য প্রমুখ।
#Tripura #Cricket #Manisankarmura #shing #tsn
Tripura Cricket: টিএসজেসির সংবর্ধনায় আপ্লুত মণিশংকর।
