টিএসএন ডেস্ক,২২ নভেম্বর।
পরাজয় দিয়েই আসর শেষ করলো ত্রিপুরা। শুক্রবার নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৬ উইকেটে। উত্তর প্রদেশের বিরুদ্ধে। অনূর্ধ্ব ২৩ এক দিবসীয় ক্রিকেটে। জয়পুরের কে এল সাইনী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। আসরে ছয় ম্যাচ খেলে ত্রিপুরা মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে। এদিন শেষ ম্যাচে ত্রিপুরার ক্রিকেটাররা লড়াই করবে এমনই আশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এদিনও ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা। ফলে প্রথম ব্যাট করতে নেমে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে ত্রিপুরা। রাজ্য দল মাত্র ২০৪ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে একমাত্র লড়াই করেন সপ্তজিৎ দাস। দুরন্ত ব্যাট করে সপ্তজিৎ অর্ধশতরান করেছেন। মরশুমে সপ্তজিতের এটি তৃতীয় অর্ধশত রান। সপ্তজিৎ ৭৩ বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন। এছাড়া রাজ্য দলের পক্ষে সাহিল সুলতান ৯০ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৪২, তন্ময় দাস ৩৫ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৪, তনয় মন্ডল ১৭ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২০ এবং দল নায়ক সন্দীপ সরকার ২২ বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। উত্তরপ্রদেশের পক্ষে আয়ুশ চৌধুরী ৩৫ রানে চারটি এবং সমীর রিজবি ৩৪ রানে তিনটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে উত্তর প্রদেশ ২৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সমীর রিজভী ৩৮ বল খেলে ১১ টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৮, স্বস্তিক ৩৬ বল খেলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, প্রশান্ত বীর ৩৬ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ আলী জাফির মহসিন ৪৫ বল খেলে একটি বাউন্ডারি ও তিনটি আওয়ার বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। ত্রিপুরার পক্ষে তনয় মন্ডল ৫০ রানে দুটি উইকেট দখল করেন।
Tripura Cricket: অনূর্ধ্ব-২৩ ক্রিকেটের শেষ ম্যাচেও পরাজয়ের ধারা অব্যাহত ত্রিপুরার।


Been using 4rabet for a while now, and their sportsbook is pretty solid. Good odds, lots of sports, and the site’s easy to navigate. If you’re looking for a new bookie, give them a shot: 4rabetsportsbook