Tripura Cricket: বিজয় মার্চেন্ট ট্রফিতে শুক্রবার বিদর্ভের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা।

IMG 20250523 003358

টিএসএন ডেস্ক,১১ ডিসেম্বর।।
           শুক্রবার থেকে ত্রিপুরা বিদর্ভের ম্যাচ শুরু হচ্ছে তামিলনাড়ুর শিমোগায়। জহরলাল নেহরু ইঞ্জিনিয়ারিং কলেজ গ্রাউন্ডে বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব ১৬ তিন দিবসীয় ম্যাচ আগামীকাল থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ ডিসেম্বর। প্রথম ম্যাচে উত্তর প্রদেশের বিরুদ্ধে ১০ উইকেটে ন্যাক্কারজনক পরাজয়ের বিষয়টা ভুলে ত্রিপুরা দল আগামীকাল থেকে বিদর্ভের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইছে। বিদর্ভ প্রথম ম্যাচে তামিলনাড়ুর সঙ্গে ড্র করলেও প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট অর্জন করতে পেরেছে। এলিট এ গ্রুপে আগামীকাল থেকে আরও দুটি ম্যাচে যথাক্রমে গুজরাট খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে এবং চন্ডিগড় খেলবে উত্তর প্রদেশের বিরুদ্ধে। উল্লেখ্য, প্রথম রাউন্ডের খেলা শেষে গুজরাট এবং উত্তরপ্রদেশ বোনাস সহ সাত করে পয়েন্ট পেলেও রানের গড়ের নিরিখে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। তিন পয়েন্ট নিয়ে বিদর্ভ তৃতীয় স্থানে। তামিলনাড়ু রয়েছে চতুর্থ স্থানে এক পয়েন্ট পেয়ে। ত্রিপুরা ও চন্ডিগড়ের পকেটে এখনও কোনও পয়েন্ট আসেনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *