টিএসএন ডেস্ক,২০ নভেম্বর।।
ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন মনি শংকর মুড়া সিং। ডেপুটি হিসেবে থাকবেন শ্রীদাম পাল। সৈয়দ মোস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায়। ২৬ নভেম্বর থেকে আমেদাবাদে শুরু হবে আসর। এই আসরের জন্য ২০ সদস্যের ত্রিপুরা দল ঘোষণা করেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে। দলে নতুন করে জায়গা পেয়েছেন চিরঞ্জিত পাল, তেজস্বী জাসওয়াল, শারুখ হোসেন এবং অপূর্ব বিশ্বাস। আসরে ২৬ নভেম্বর সৌরাষ্ট্র, ২৮ নভেম্বর রাজস্থান, ৩০ নভেম্বর ঝাড়খন্ড, ২ ডিসেম্বর দিল্লি, ৪ ডিসেম্বর তামিলনাড়ু, ৬ ডিসেম্বর উত্তরাখণ্ড এবং ৮ ডিসেম্বর কর্ণাটকের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। ঘোষিত ত্রিপুরা দলে ঘোষিত ত্রিপুরা দলে রয়েছেন বিক্রম কুমার দাস, শ্রীদাম পাল (সহ অধিনায়ক), বাবুল দে, সম্রাট সূত্রধর, হনুমা বিহারী, সেন্টু সরকার, জয়দীপ বণিক, চিরঞ্জিত পাল, অমিত আলী, ভিকি সাহা, মনি শংকর মুড়া সিং (অধিনায়ক), বিজয় শংকর, তেজস্বী জোসওয়াল, স্বপ্নীল সিং, শংকর পাল, ইন্দ্রজিৎ দেবনাথ, অর্জুন দেবনাথ, সৌরভ দাস, শারুখ হোসেন এবং অপূর্ব বিশ্বাস। হেড কোচ: পি ভি শশীকান্ত, সরকারি কোচ দেবব্রত চৌধুরী, অনিরুদ্ধ সাহা, ফিজিও রবীন্দ্র কুমার, এস এন্ড সি যুবরাজ সালভি, সাইড আর্ম থ্রোয়ার জয়ন্ত দেবনাথ, মাসের নিলয় জ্যোতি সাহা, ভিডিও এনালাইসিস পার্থ বণিক, ম্যানেজার লিটন সাহা বং এবং লজিস্টিক ম্যানেজার সৌমেন গোস্বামী।
Tripura Cricket: মনি শঙ্করের নেতৃত্বে মুস্তাক আলি ক্রিকেটে খেলবে ত্রিপুরা।


C999 is a interesting site. I was drawn to the interface, which is pretty unique. You will love it! Try c999.