Tripura Cricket: সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে পরাজয় দিয়ে ত্রিপুরার শুরু। বিফলে অধিনায়কের দুর্দান্ত অর্ধ শতক।

Screenshot 2025 11 22 23 33 25 52 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12 2

টিএসএন ডেস্ক,২৬ নভেম্বর।।
         পরাজয় দিয়ে আসর শুরু করলো ত্রিপুরা। রঞ্জি আসরের পর সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেটেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত ত্রিপুরার। আর ওই ব্যাটিং ব্যর্থতার জন্যই আসরের প্রথম ম্যাচে হুমরি খেয়ে পড়লো রাজ্য দল। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ত্রিপুরা পরাজিত হল ৪ উইকেটে। ত্রিপুরার গড়া ১২৩ রানের জবাবে সৌরাষ্ট্র ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ত্রিপুরার পক্ষে দল নায়ক মনি শংকর মুড়া সিং  অর্ধশত রান করেছেন। ত্রিপুরা যদি স্কোর বোর্ডে আরও ৩০ রান যোগ করতে পারতো তাহলে ম্যাচ জমতো। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পরে যায় ত্রিপুরা । ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায়। দলের হয়ে ৭ নম্বরে ব্যাট করতে নেমে মনি শংকর মুড়া সিং যদি রুখে না দাঁড়াতেন তাহলে ত্রিপুরা স্কোর সম্ভবত ৭০ রানের গুন্ডি পার হতো না। মনি শংকর ৩২ বল খেলে দুটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন। এছাড়া রাজ্য দলের পক্ষে ওপেনার হনুমা বিহারী ৩৪ বল খেলে পাঁচটি বাউন্ডারি সাহায্যে  ৩১ এবং সেন্টু সরকার ৯ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। সৌরাষ্ট্রের পক্ষে উনাদকাত ১৯ রানে, চিরাগ জানি ১৯ রানে তিনটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে সৌরাষ্ট্র ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রুচিত আহির ১৫ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯, ভি জাদেজা ২৪ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৮, দেশাই ১৪ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং চিরাগ জেনি ১৩ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। ত্রিপুরার পক্ষে স্বপ্নীল সিং ১২ রানে এবং সৌরভ দাস ২৩ রানে দুটি করে উইকেট দখল করেন। ২৮ নভেম্বর ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ রাজস্থান।


One thought on “Tripura Cricket: সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে পরাজয় দিয়ে ত্রিপুরার শুরু। বিফলে অধিনায়কের দুর্দান্ত অর্ধ শতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *