Tripura Cricket: ত্রিপুরার ঘাড়ে তামিলনাড়ুর রানের বোঝা। বোলারদের ছন্নহীন বোলিং।

IMG 20251104 WA0052

টিএসএন ডেস্ক,৯ ডিসেম্বর।।
      ত্রিপুরার ঘাড়ে রানের বোঝা চাপাতে চলেছে স্বাগতিক তামিলনাড়ু। প্রথম দিনের শেষে এমনই ইঙ্গিত দিলেন দক্ষিণের ওই রাজ্যের ক্রিকেটাররা। অনূর্ধ্ব ১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। শেষ দুই ম্যাচে ইনিংসে পরাজিত হয়ে ত্রিপুরার ক্রিকেটাররা মানসিকভাবে কতটা ভেঙে পড়েছেন তার আভাস পাওয়া যায় এদিন। মঙ্গলবার দিন্দিগুলের এন পি আর কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিনে তামিলনাড়ু ৪ উইকেট হারিয়ে ২৮৪ রান করে। ত্রিপুরার দুর্বল বোলিং বেকায়দায় ফেলতে পারেননি তামিলনাড়ুর ব্যাটসম্যানদের। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেটে টিকে থাকার উপর জোড় দেন তামিলনাড়ুর ব্যাটসম্যানরা। ঠান্ডা মাথায় ব্যাট করে স্কোর বোর্ড সচল রাখার দিকে নজর দেন। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে তামিলনাড়ু ৯০ ওভার ব্যাট করে ২৮৪ রান করে ৪ উইকেট হারিয়ে। দলের পক্ষে বিনীত ভি কে ৮১ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫১ রানে এবং শাভিন ভি ৭৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে রাজ জমিয়ে ওয়ালশ আর ১৩৮ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৮, পি খুশ বারদিয়া ১৩২ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৫৯, নবীন এক আর ৬৪ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং দলনায়ক অভিনব কান্নান ৫২ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন। ত্রিপুরার পক্ষে শুভজিৎ দাস ৫৪ রানে ২ টি উইকেট দখল। বুধবার দ্বিতীয় দিন সকালে ত্রিপুরার বোলাররা যদি জ্বলে উঠতে না পারেন তাহলে পরাজয়ের হ্যাটট্রিক করার সম্ভাবনা চলে আসবে ত্রিপুরার সামনে।


One thought on “Tripura Cricket: ত্রিপুরার ঘাড়ে তামিলনাড়ুর রানের বোঝা। বোলারদের ছন্নহীন বোলিং।

  1. For Liga MX fanatics like me, Instabet Liga MX isn’t a bad place to place your bets. They’ve got a ton of markets on all the games, and often have special promotions tailored to the Mexican league. If you’re looking to gamble on the futbol, give em’ a glance! Head over to: instabetligamx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *