টিএসএন ডেস্ক,১৩ জুলাই।।
রাজ্য সিনিয়র ক্রিকেটে খেতাবি দখলের লড়াইয়ে শক্তিশালী সদর মহকুমা খেলবে বিশালগড় মহকুমার বিরুদ্ধে। সোমবার পুলিশ ট্রেনিং একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে। দু দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ম্যাচে ফেভারিট হিসাবেই মাঠে নামবে সদর মহকুমা। তবে সদরকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত বিশালগড় মহকুমা। রাজ্য দলের হয়ে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার দু-দলে রয়েছেন। কোন্ দল খেতাব দখল করবে তা সময় বলবে? সেমিফাইনালে বিক্রম কুমার দাসের অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করেছিল বিশালগড় মহকুমা। তাই সোমবার বিক্রমকে দ্রুত ফেরাতে না পারলে সমস্যায় পড়তে হবে সদর মহকুমাকে। সদর দলের কোচ জয়ন্ত দেবনাথ এবং অধিনায়ক নিরুপম সেন খেতাব জয় করার লক্ষ্যে যাবতীয় ছক কসে নিয়েছেন। তবে পল্লব দাস, নিরুপম সেন, আনন্দ ভৌমিক, ঋতুরাজ ঘোষ রায়, কৌশল আচার্য-রা যদি নিজেদের স্বভাব সিদ্ধ খেলাটা খেলতে পারেন তাহলে সদরকে রাজ্য সেরা হতে তেমন সমস্যায় পড়তে হবে না। সবকিছু নির্ভর করবে ২২ গজে কোন্ মহাকুমার ক্রিকেটাররা দাপট দেখাতে পারেন।
Tripura Cricket: রাজ্য সিনিয়র ক্রিকেট: খেতাব দখলের লড়াইয়ে সদরের সামনে বিশালগড় ।
