টিএসএন ডেস্ক, ৬মে।।
আবারও ব্যাট হাতে বিধ্বংসী শ্রীমন দেবনাথ। শ্রীমনের শতরানে ফাইনালে উঠলো উদয়পুরের কে বি আই কোচিং সেন্টার। ২৮ রানে পরাজিত করলো লস্কর ক্রিকেট ভ্লগসকে। লিটিল মাস্টার চ্যালেঞ্জার ট্রফি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট প্রতিযোগিতায়। সিপাহীজলা স্কুল মাঠে সোমবার অনুষ্ঠিত হয় ম্যাচটি। সকালে টসে জয়লাভ করে উদয়পুরে কে বি আই ২৫৪ রান করে নির্ধারিত ৩৪ ওভারে ৭ উইকেট হারিয়ে। দলের পক্ষে শ্রীমণ দেবনাথ ১৩৬ এবং শুভজিৎ ২৬ রান করেন। লস্করের দলের পক্ষে অগ্রদ্বীপ চৌধুরী দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে লস্কর ক্রিকেট ভ্লগস্ ২২৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সিদ্ধার্থ দেবনাথ ৬৫ এবং দীপ দেব ৪৩ রান করেন। কে বি আই- এর পক্ষে সোমদেব শীল তিনটি উইকেট দখল করেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের শ্রীমান দেবনাথ। ৮ মে দ্বিতীয় সেমিফাইনালে মডার্ন ক্রিকেট একাডেমী খেলবে ১১ স্টার দলের বিরুদ্ধে।
#tripura #cricket#coaching #centre #TSN
Tripura Cricket: শ্রীমনের চোখ জুড়ানো শতরানে ফাইনালে কেবিআই ।
