টিএসএন ডেস্ক,১৮ এপ্রিল।।
ঘুরে দাঁড়ালো কসমোপলিটন ক্লাব। শেষ ম্যাচে ও পি সির বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয়ের পর। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। শুক্রবার টি আই টি মাঠে কসমোপলিটন ক্লাব ১৩৪ রানের বড় ব্যবধানে পরাজিত করে চলমান সংঘকে। সকালে প্রথমে ব্যাট নিয়ে কসমোপলিটনের গড়া ৩২৮ রানের জবাবে চলমান সংঘ ১৯৪ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের সৌরভ থুব্রিকর শতরান করেন। আসরে ছয় ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়ে খেতাবের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে কসমোপলিটন ক্লাব। শুক্রবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শুরু থেকেই স্কোর বোর্ড সচল রাখার দিকে নজর দেন কসমোপলিটন ক্লাবের বেটার্স-রা। দলকে বড় স্কোর গড়াতে মুখ্য ভূমিকা নেন সৌরভ থুব্রিকর। সৌরভ ১০৫ বল খেলে নয়টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৮ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। এছাড়া দলের পক্ষে রিয়াজ উদ্দিন ৮৪ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভারবাউন্ডারির সাহায্যে ৬৮, চন্দন রায় ২৪ বল খেলে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮, মিহির হিবানি ২১ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং তন্ময় দাস ৩২ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। চলমান সংঘের পক্ষে রকি ৪৫ রানে, দেবোত্তম ঘোষ ৫৯ রানে এবং প্রণবিন্দু সাহা ৬১ রানের দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় চলমান সংঘ। শেষ পর্যন্ত ১৯৪ রান করতে সক্ষম হয় চলমান সঙ্ঘ। দলের পক্ষে বিশু রাজ ৮৪ বল খেলে তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭,জয়দেব দেব ৩২ বল খেলে দুটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬,লক্ষণ পাল ৩৪ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি বাউন্ডারির সাহায্যে ২৭, সম্রাট সিনহা ৩৭ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং অভিরাজ বিশ্বাস ১৯ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। কসমোপলিটনের পক্ষে শংকর পাল ২৯ রানে পাঁচটি এবং চন্দন রায় ৩২ রানে তিনটি উইকেট দখল করেন।
#tripura #cricket #A – division #cosmopaliton #club #tsn
Tripura Cricket: সৌরভের শতরান ও শঙ্করের দুর্ধর্ষ বোলিংয়ে ঘুরে দাঁড়ালো কসমোপলিটন ।
