টিএসএন ডেস্ক,২৩ জুন।।
রাজ্য ক্রিকেটের শুরুতেই বৃষ্টির থাবা। গন্ডাছড়া এবং ধর্মনগর মহকুমার ম্যাচে। শেষে ভি জে ডি ম্যাথডে জয়লাভ করে ধর্মনগর মহকুমা। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ধর্মনগর মহকুমা ৮ উইকেটে পরাজিত করে গন্ডাছড়া মহকুমাকে। এদিন সকালে টসে জয়লাভ করে ধর্মনগর মহকুমা প্রথমে গন্ডাছড়া মহকুমাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। গন্ডাছড়া মহকুমা মাত্র ৫৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মানুষ কুমার রিয়াং ২০ বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং নয়ন সরকার ১৭ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ধর্মনগর মহকুমার পক্ষে জয়দীপ দত্ত আট রানে , স্বরব সাহানি ১২ রানে তিনটি করে, প্রসেনজিৎ ঘোষ তিন রানে এবং অরূপ দাস ১০ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ৫.৩ ওভারে দুই উইকেট হারিয়ে ধর্মনগর মহকুমা ২৪ রান করার পরেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ওই সময় ধর্মনগরের দরকার ছিল ২৪ রান ১৯ ওভারে। ফলে আট উইকেটে জয় পায় ধর্মনগর মহকুমা। দলের পক্ষে অভিষেক মালাকার ১৬ বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে অপরাজিত থেকে যান।
Tripura Cricket: সিনিয়র ক্রিকেটে জয়ী ধর্মনগর।
