Tripura Cricket: অসুস্থ ক্রিকেটার নিশিকার পাশে এগিয়ে চলো।

IMG 20250703 WA0372

টিএসএন ডেস্ক, ৩জুলাই।।
      মানবিকতার নিদর্শন। এগিয়ে চলো সংঘের উদ্যোগে। জটিল রোগে আক্রান্ত হয়ে টি এম সি তে ভর্তি ত্রিপুরা জুনিয়র দলের এক প্রতিভাবান ক্রিকেটার। শান্তির বাজারের ওই ক্রিকেটারটির নাম নিশিকা দেববর্মা। গেলো বছর ত্রিপুরা অনূর্ধ্ব ১৫ দলের হয়ে খেলেছিলো ওই  বালিকা ক্রিকেটারটি। কিন্তু বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে টি এম সি তে ভর্তি। আর্থিক সমস্যায় জর্জরিত হওয়ায় সেইভাবে চিকিৎসা হচ্ছিল না। তাই সোশ্যাল মিডিয়ায় রাজ্যের ক্রীড়া-প্রেমীদের কাছে আবেদন জানানো হয়েছিলো। এই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসলো এগিয়ে চলো সংঘ। বৃহস্পতিবার সঙ্ঘের সচিব সুমন্ত গুপ্ত এবং কার্যকরী সদস্য অস্বিনী ধানুক গিয়েছিলেন হাপানিয়াস্থিত টি এম সি তে। খোঁজখবর  েনন ওই প্রতিভাবান ক্রিকেটারটির। নিশিকার মার কাতর আবেদন, রাজ্যে ক্রীড়া প্রেমীয়ার যদি এগিয়ে আসে তাহলেই আমার মেয়েকে সুস্থ করে নিয়ে যেতে পারবো বাড়িতে। এগিয়ে চলার পক্ষ থেকে সচিব ২৫ হাজার টাকা তুলে দেন নিশিকার মার হাতে। আবছা চোখের জলে এগিয়ে চলো সংঘের কর্তাদের ধন্যবাদ জানান নিশিকার মা। পরে এগিয়ে চলো সংঘের সচিব বলেন, আমাদের নৈতিক কর্তব্য ওর পাশে দাঁড়ানো। যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার সে। বিশ্বাস করি সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেই। এবং ত্রিপুরার জন্য খেলবে। আগামীদিনেও আমরা ওই ক্রিকেটারটির পাশে থাকবো। এদিকে রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষ থেকেও আর্থিক সহায়তা করা হবে এমনই আশ্বাস দিলেন সচিব সুব্রত দে। তিনি বলেন আগামী কয়েকদিনের মধ্যেই এপেক্স কমিটিতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তখনই আর্থিক সহযোগিতা করবো আমরা। আমরাও চাইছি নিশিকা দ্রুত মাঠে ফিরে আসুক। রাজ্যের বিভিন্ন ক্লাব এখন রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিভিন্ন আসরে খেলে আসছে। ওই ক্লাবগুলোর উচিৎ নিশিকার পাশে দাড়ানো এবং আর্থিক সাহায্য করা বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেট প্রেমীরা। ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *