টিএসএন ডেস্ক, ১মে।।
রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হলোও ত্রিপুরাকে। বুধবার আসরের ফাইনালে ব্যাটসম্যানদের ব্যর্থতায হারতে হয়েছে ত্রিপুরাকে। উদ্যোক্তা অসমের বিরুদ্ধে। প্রথমবর্ষ পূর্বোত্তর লিটল মাস্টার অনবর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতায়। গুয়াহাটির ফুলুংয়ের এ সি এ ক্রিকেট আকাদেমি মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বুধবার অসমের বিরুদ্ধে ত্রিপুরা পরাজিত হয় ৪৭ রানে। অসমের গড়া ১৮৬ রানের জবাবে ত্রিপুরা ১৩৯ রান করতে সক্ষম হয়। মূলত রাজ্যদলের নীচের সারির ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় পরাজিত হতে হয়েছে রাজ্যদলকে। গ্রুপ লিগে অপ্রতিরোধ্য থাকা ত্রিপুরার ব্যাটসম্যান-রা ফাইনালে এভাবে ভেঙ্গে পড়বে তা ভাবতেই পারেননি রাজ্যের ক্রিকেটপ্রেমীরা। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক অসম নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। দলের পক্ষে ওপেনার প্রীয়ম কুন্ডু ৬২ থেকে তিনটি বাউন্ডারির সাহায্যে ৩৭,তানভীর ইসলাম ৬২ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩৫, অনুরাগ বাস্তিয়া ২৪ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ১৮, মানষ প্রতিম বর্মন ১১ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং হিতাকৃত কাশ্যপ ৩০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। ত্রিপুরার পক্ষে শুভজিৎ কুরি ২৯ রানে এবং বিহান দাস ৩১ রানে দুটি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নামে ত্রিপুরা ৩৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অভয় দেব ৭২ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে ৩৯, রিহান আক্তার ১৯ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, শ্রীমন দেবনাথ ৪৬ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২০ এবং শুভজিৎ কুরি ২৬ বল খেলে ১৩ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১০ রান। অসমের পক্ষে মানষ প্রতিম বর্মন এবং আয়ুষ পান্ডে ৩৭ রানে তিনটি করে উইকেট দখল করে। পরাজয়ে হতাশ ত্রিপুরার ক্রিকেটাররা মাঠেই কান্নায় ভেঙ্গে পড়ে।
#Tripura #Cricket #Little #Master #tournament #TSN

