টিএসএন ডেস্ক,২৪ এপ্রিল।।
লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই শুক্রবার দুর্বল নাগাল্যান্ডের মুখোমুখি হবে ত্রিপুরা। অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত লিটল মাস্টার অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায়। ওই রাজ্যের বর্ষাপাড়া এ সি এ ক্রিকেট একাডেমি মাঠে হবে ম্যাচটি। আপাতত আসরে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে শ্রীমন দেবনাথ এর ত্রিপুরা দল। অপরদিকে দুই ম্যাচ খেলে দুটিতেই পরাজিত হয়েছে নাগাল্যান্ড। ফলে শক্তির বিচারে অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে ত্রিপুরা। তবে তা মানছেন না ত্রিপুরার কোচ অলক দেব রায়। গুয়াহাটি থেকে স্পষ্ট ভাবেই ত্রিপুরার কোচ বলেন, ম্যাচে যে দলের ক্রিকেটাররা ভালো খেলবে সেই দলই জয় পাবে। যেহেতু ছোটদের খেলা তাই অগ্রিম কিছু বলা যাচ্ছে না। আমাদের লক্ষ্য নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে জয় তুলে নেওয়া। এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেমিফাইনালে যাওয়া। তা করতে পারলেই মনোবল বেড়ে যাবে ক্রিকেটারদের। এদিন বিশ্রাম দেওয়া হয় ক্রিকেটারদের। শেষ ম্যাচে মনিপুরের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেয়েছিল ত্রিপুরা। বল হাতে রিহান আক্তার ছিল বিধ্বংসী মেজাজে। এছাড়া ব্যাট হাতে দল নায়ক শ্রীমন দেবনাথ এবং দুরন্ত ফর্মে থাকা শ্রেষ্ঠ শ্রেষ্ঠাংশু দেব অর্ধশতরান করে দলকে জয় এনে দিয়েছিল। নাগাল্যান্ডের বিরুদ্ধে ওই তিন ক্রিকেটার জ্বলে উঠবেই এমনই প্রত্যাশা সকলের। এদিন অনুশীলন না হলেও ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন কোচ অলক দেবরায় এবং ম্যানেজার শ্যামল ভট্টাচার্য। কোনওরকম আত্মতুষ্টিতে যাতে ক্রিকেটাররা না ভোগে সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। তাই বারবার সতর্ক করছেন ক্রিকেটারদের। ক্রিকেটাররাও নাগাল্যান্ড জয় করা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাস।
#Tripura # cricket #little #master #tournament #tsn
Tripura Cricket: লিটন মাস্টার ক্রিকেট: কাল নাগাল্যান্ডের বিরুদ্ধে নামবে ত্রিপুরা।
