টিএসএন ডেস্ক,২৩ মে।।
খেতাব নির্ণায়ক ম্যাচ শুরু আজ থেকে। খেতাবের দৌড়ে আপাতত কিছুটা এগিয়ে জে সি সি এবং স্ফুলিঙ্গ ক্লাব। তবে লড়াইয়ে রয়েছে শতদল সংঘ এবং ইউনাইটেড ফ্রেন্ডসও। দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে জে সি সি এবং স্ফুলিঙ্গ। অপরদিকে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শতদল সংঘ এবং ইউনাইটেড ফ্রেন্ডস। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগ ক্রিকেটে। শেষ ম্যাচে শতদল সঙ্ঘ বা ইউনাইটেড ফ্রেন্ডসের মধ্যে কোনও দল যদি সরাসরি জয় পায় তাহলে খেতাব বগলদাবা করে নিতে পারে। অপরদিকে দুই শক্তিশালী দল জে সি সি এবং স্ফুলিঙ্গ ক্লাবের লক্ষ্য থাকবে অন্তত প্রথম ইনিংসে লিড নেওয়া। তা করতে পারলেও তাকিয়ে থাকতে হবে শতদল সংঘ এবং ইউনাইটেড ফ্রেন্ডসের ম্যাচের দিকে। তবে চার দলেরই দুশ্চিন্তা আবহাওয়াকে নিয়ে। ক্রমাগত বৃষ্টিতে শেষ ম্যাচে তিন দিনের মধ্যে বেশিরভাগ সময় খেলা হয়নি। আবহাওয়া দপ্তরের মতে আগামী তিন-চারদিন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে খেতাব নির্ণায়ক ম্যাচটা কতটা শেষ হবে তা নিয়েও রয়েছে দুশ্চিন্তা? তবে এ নিয়ে মাথা ঘামাতে চাইছেন না চার দলের ক্রিকেটাররা। সবার লক্ষ্য আসরের শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে ক্লাবকে ট্রফি এনে দেওয়া। বৃষ্টির জন্য মাঠ ভিজে দেখায় এদিন কোনও দলই অনুশীলন করতে পারেনি। শক্তির বিচারে আসরের শেষ ম্যাচে স্ফুলিঙ্গ এবং শতদল সংঘ ফেভারিট হিসেবেই মাঠে নামবে। শেষ ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডসের ব্যাটসম্যানরা কিছুটা রানে ফেরার আভাস দিয়েছেন। শতদল সংঘের বিরুদ্ধে যদি ব্যাটসম্যানরা রানে না থাকতে পারে তাহলে সরাসরি জয়ের সম্ভাবনা থাকতে পারে বিশ্বজিৎ পালের দলের। শতদল সংঘ চাইছে শেষ ম্যাচ থেকে পুরো পয়েন্ট বগলদাবা করতে। এদিকে স্ফুলিঙ্গ এবং জে সি সি-র হাই ভোল্টেজ ম্যাচে মূলত পার্থক্য গড়ে দিতে পারেন বোলাররা। উইকেটের যে অবস্থা তাতে স্পিনাররা মুখ্য ভূমিকা নিতে পারেন। ফলে কিছুটা হলেও এগিয়ে থেকে মাঠে নামবে অলক দেবরায়ের স্ফুলিঙ্গ ক্লাব। এখন দেখার কোন দল টফি ঘরে তুলতে পারে।
#tripura #cricket #jc #league#tsn
Tripura Cricket: আজ জেসি লিগের অন্তিম দুই ম্যাচ ।


bjaw1w