টিএসএন ডেস্ক,১৩ অক্টোবর।।
পরাজয় যেনও পিছু ছাড়ছে না ত্রিপুরার। বালকদের পাশাপাশি বালিকারও ব্যর্থ হচ্ছেন জাতীয় আসরে। সোমবার হিমাচল প্রদেশকে বাগে পেয়েও আসরের দ্বিতীয় জয় পেতে পারলো না ত্রিপুরা। হারলো ২১ রানে। হিমাচল প্রদেশের বিরুদ্ধে। গোয়ালিয়রে অনুষ্ঠিত জাতীয় সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটের এলিট গ্রুপে। ওই রাজ্যের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হিমাচল প্রদেশের গড়া ১২৫ রানের জবাবে ত্রিপুরা ১০৪ রান করতে সক্ষম হয়। মূলত নীচের সারির ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় ত্রিপুরার পরাজয়ের অন্যতম কারণ। এদিন বিকেলে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিপুরার বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে হিমাচল প্রদেশ মাত্র ১২৫ রান করতে সক্ষম হয়। এক সময় চাপে ছিল হিমাচল প্রদেশ। ওই অবস্থায় সোনাল এস ঠাকুর কড়া প্রতিরোধ গড়ে তুলেন। এবং দলকে লড়াই করার স্কোরে এনে দেন। সোনাল ৪৬ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৫৩ রান করেন। এছাড়া দলের পক্ষে মনিকা পি দেবী চব্বিশ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৭, ভি এস ফিশতা ১১ বল খেলে তিনটি বাউন্ডারি সাহায্যে ১৬ এবং সুষমা বি ভার্মা ১৬ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে চৌদ্দ রান করেন। ত্রিপুরার পক্ষে প্রিয়াংকা আচার্য ১৬ রানে তিনটি এবং রোহিনী মানে ২৫ রানে দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরা নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দলনায়িকা ঋজু সাহা ৩৮ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৩২, তামান্না নিগাম কুড়ি বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২৩, ইন্দ্র রানী জমাতিয়া ১৮ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং মৌচৈতি দেবনাথ ১৭ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। হিমাচল প্রদেশের পক্ষে নীনা এম চৌধুরী কুরিরানে তিনটি, যমুনা ভিরানা এগারো রানে এবং ভিএস ফিশটা ১৪ রানে দুটি করে উইকেট দখল করেন। ১৫ অক্টোবর ত্রিপুরা পঞ্চম ম্যাচ খেলবে ছত্তিশগড়ের বিরুদ্ধে। আপাতত চার ম্যাচ খেলে তিনটি ম্যাচে পরাজিত হয়েছে ত্রিপুরা।
Tripura Cricket: হিমাচল প্রদেশের কাছে পরাজিত ত্রিপুরার মেয়েরা।


If you are looking for a VIP experience, check with 3kvip and see if it suits you. Here’s the link to see if they are the one: 3kvip