টিএসএন ডেস্ক,২ জুলাই।।
প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নিলো জিরানীয়া মহকুমা। টানা তিন ম্যাচে জয়লাভ করে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। মঙ্গলবার বিলোনিয়া মহকুমাকে ২ উইকেটে পরাজিত করে জয়ের হ্যাট্রিক করলো অনুপম দে-র ছেলেরা। জামজুরি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিলোনিয়ার গড়া ৯৭ রানের জবাবে জিরানীয়া মহাকুমা ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিলোনিয়াকে অল্প রানে আটকে দিলেও এক সময় যথেষ্ট চাপে ছিল জিরানীয়া মহকুমা। তখন ‘ বুধির দুর্গে একা কুম্ভ ‘ হয়ে লড়াই করেন রনজয় দাস। এবং দলকে জয় এনে দিতে মুখ্য ভূমিকা নেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বিলোনিয়া মহকুমা মাত্র ৯৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তন্ময় দাস ৬০ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, আকাশ দাস ১৬ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং তুহিন পাল ২৭ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। জিরানীয়া মহকুমার পক্ষে অনিক পাল ৩৭ রানে তিনটি, লিংকন দাস ১৬ রানে এবং সৌরভ কর ২৬ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে জিরানীয়া মহকুমা ২৭.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রনজয় দাস ৪৭ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩৭ এবং রামকৃষ্ণ দাস ৪০ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। বিলোনিয়া মহকুমার পক্ষে তপন ঘোষ ১৪ রানে চারটি এবং উদয় মিত্র ২০ রানে তিনটি উইকেট দখল করেন। বিলোনিয়া আসরের চার ম্যাচ খেলে দুটি ম্যাচে জয়লাভ করেছে এবং দুটি ম্যাচে পরাজিত হয়েছে।