টিএসএন ডেস্ক,২৬ এপ্রিল।।
এক বছর পর পুনরায় সুপার ডিভিশনে খেলা ছাড়পত্র অর্জন করলো শতদল সংঘ। রান রেইটে কসমোপলিটন ক্লাবকে পেছনে ফেলে প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে সেরার সম্মান পেলো শতদল সংঘ। শনিবার শতদল সংঘ খেতাব নির্ণায়ক ম্যাচে ও পি সি-কে ২ উইকেটে পরাজিত করে। আসরে সাত ম্যাচ খেলে শতদল সংঘ এবং কসমোপলিটন ক্লাব ছয়টি করে ম্যাচে জয়লাভ করে। কিন্তু রান রেইটে কসমোপলিটন ক্লাবকে পেছনে ফেলে সেরার সম্মান অর্জন করেন বিশ্বজিৎ পালের দল শতদল সংঘ। এদিন শহীদ কাজল ময়দানে ব্যাটে বলে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নেয় শতদল সংঘ। অনেকটা অপ্রত্যাশিত ভাবে ও পি সি-কে ৫৫ রানে গুটিয়ে দেয় শতদল। জবাবে ব্যাট করতে নেমে শতদল সংঘ আট উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজীত দলের শুভম ঘোষ ৬ উইকেট দখল করে। এদিকে ও পি সি’র ওই জঘন্য পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেন কসমোপলিটন ক্লাবের কর্তারা। ওই ক্লাবের কর্তারা মনে করছেন অনেকটা গটআপ খেলে শতদল সংঘকে জয় পায়ে দেন খোদ ও পি সি – র ক্রিকেটাররা। অভিযোগের আঙ্গুল উঠেছে শুভম ঘোষ সহ দলের দু-তিনজন ক্রিকেটারের দিকে। এদিকে এ দিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ও পি সি গুটিয়ে যায় মাত্র ৫৫ রানে। দলের পক্ষে দীপেন বিশ্বাস ১৮ বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং শুভম ঘোষ ৪০ বল খেলে ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। শতদল সংঘের পক্ষে রাজদীপ দত্ত আট রানে এবং পার্থ চন্দন ১৩ রানে তিনটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শতদল সংঘ ১৩.১ ওভারে আট উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে পার্থ চন্দন চৌদ্দ বল খেলে দুটি বাউন্ডারি ও একটা ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। ও পি সি-র পক্ষে শুভম ঘোষ ৩৮ রানে ছয়টি উইকেট দখল করেন। খেতাব জয় করার পুরো কৃতিত্ব ক্রিকেটারদের দিয়েছেন কোচ বিশ্বজিৎ পাল।
#Tripura#A- division #Cricket#tsn
Tripura Cricket: প্রথম ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন শতদল সংঘ। পেলো সুপার ডিভিশনের ছাড়পত্র।
