টিএসএন ডেস্ক,১৫ জুলাই।।
সহজ জয় দিয়ে আসর শুরু করলো ধর্মনগর মহকুমা। ৯ উইকেটে পরাজিত করল কৈলাসহর মহকুমাকে। রাজ্য সিনিয়র মহিলাদের ক্রিকেটে। সোমবার টি আই টি মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। বিজয়ী দলের ঋত্বিকা কানু ৪ উইকেট দখল করেন। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ধর্মনগরের বোলারদের সাঁড়াশি আক্রমণে মাত্র ২৩ রানে গুটিয়ে যায় কৈলাসহর মহকুমা। দলের ৯ জন ব্যাটসম্যান শূন্য রানে প্যাভেলিয়নের ফেরেন। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ১৯ রান। ধর্মনগর মহকুমার পক্ষে ঋত্বিকা কানু চার রানে চারটি এবং সুস্মিতা তেলি এক রানে দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ধর্মনগর মহকুমা ২১ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ১৫ রান। দলের পক্ষে অর্পিতা দেবনাথ ৯ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে আট রান করেন।
Tripura Cricket: মহিলা ক্রিকেটে ধর্মনগরের সহজ জয়।
