টিএসএন ডেস্ক,১৪ অক্টোবর।।
ছোট ভাই এবং বোনেরা যখন জাতীয় আসরে ক্রমাগত ব্যর্থতার মধ্য দিয়ে এগুচ্ছে তখন কি দাদারা পারবেন সাফল্য পেতে? প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই প্রশ্নের মধ্য দিয়েই আজ থেকে অভিযান শুরু করছেন মনি শংকর মুড়া সিং- রা। রঞ্জি ট্রফি ক্রিকেটে। সার্ভিসেস এর বিরুদ্ধে। দিল্লির পালামের এয়ার ফোর্স কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে চারদিনের ওই ম্যাচটি। সবুজ ঘাসে ভরে থাকা ওই মাঠের ২২ গজ শেষ সময়ে কিছুটা ছাটাই করা হয়েছে। তারপরও দিনের শুরুতে জোরে বোলাররা বাড়তি কিছুটা সুবিধা পাবে সুবিধা পাবে তা মনে করছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। তা মাথায় রেখেই গড়া হচ্ছে প্রথম একাদশ। তবে তা নিয়ে মুখ খুলতে নারাজ দলীয় কর্তারা। আজ সকালে উইকেট দেখেই প্রথম একাদশ গড়া হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে শেষ প্রস্তুতি সেরে নেন দু দলের ক্রিকেটাররাই। এদিন প্রায় আড়াই ঘণ্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘ সময় নেটে অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটার। আজ বিক্রম কুমার দাসের সঙ্গে সম্ভবত দলের হয়ে গড়া পত্তন করবেন ঋতুরাজ ঘোষ রায়। তিনজন জোরে বোলার নিয়ে প্রথম একাদশ গড়ার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে দলনায়ক মনি শংকরের সঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে রানা দত্ত এবং বিক্রম দেবনাথের। স্পিনার হিসেবে স্বপ্নীল সিং এর সঙ্গে প্রথম একাদশে থাকতে পারেন ভিকি সাহা। আজ টসে জয়লাভ করলে ত্রিপুরা সম্ভবত প্রথমে ফিল্ডিং নেবে। প্রাথমিকভাবে এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে। দিল্লি থেকে টেলিফোনে ত্রিপুরা দলের ম্যানেজার সুরজ দেবনাথ বলেন, মরশুমের শুরুটা ভালো করতে দলের প্রতিটি ক্রিকেটারই বদ্ধপরিকর। সকলেই চাইছেন নিজেদের সেরা খেলাটা মেলে ধরে সার্ভিসের জয় করতে। আশা করি আসরের প্রথম ম্যাচে ছেলেরা হতাশ করবে না।
Tripura Cricket: মুড়া সিংয়ে নেতৃত্বে বুধবার থেকে রণজি মরশুম ত্রিপুরার।


Alright, sports fans! Give winmatchbettingapp a look. Got it on my phone now, and it’s pretty slick for placing bets and keeping up with scores. Worth a download, I think.