টিএসএন ডেস্ক,১০ মে।।
পোলস্টারকে গুড়িয়ে দিয়ে দ্বিতীয় স্থান দখল করলো শতদল সংঘ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের সুপার ফোরে। প্রথম দুই ম্যাচে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে ছিল শতদল সংঘ। কিন্তু নিজেদের শেষ ম্যাচে খোলস ছেড়ে বেরিয়ে আসেন দেবরাজ দে – রা। পরাজিত করে পোলস্টার ক্লাবকে। জয়ের ফলে ম্যাচ থেকে পুরো ছয় পয়েন্ট তুলে নেন বিশ্বজিৎ পাল ছেলেরা। আর তাতেই সুপার ফোরের দ্বিতীয় স্থান করে নিল শতদল সংঘ। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শতদল সংঘের গড়া ২১১ রানের জবাবে পোলস্টার ক্লাব প্রথম ইনিংসে ১৬৮ রান করেছিল। ৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শতদল সংঘ চার উইকেট হারিয়ে ১৮৩ রান করে। ২২৮ সালের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পোস্টার ক্লাব দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১১২ রানে। শতদল সংঘের ২১১ রানের জবাবে পোলস্টার প্রথম ইনিংসে ১৬৮ রান করে। দলের পক্ষে আকাশ হালদার ৮৮ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৫৩, চিরঞ্জিত দেবনাথ ৬৪ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ এবং দীপায়ন দেববর্মা ৪৭ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৩০ রান করেন। শতদল সংঘের পক্ষে করন দে ২৬ রানে তিনটি উইকেট দখল করেন। ৪৪ রানে এগিয়ে থেকে খেলতে নেমে শতদল সংঘ ঝড়ো গতিতে ব্যাট করে ২৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করেন। দলের পক্ষে দেবরাজ দে ৭২ বল খেলে ছয়টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০১, বিপিন কুমার শর্মা ৫৪ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ রান করেন। ২২৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পোলস্টার ক্লাব দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১১২ রানে। দলের পক্ষে চিরঞ্জিত দেবনাথ ২৬ বল খেলে একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, রাইহান আহমেদ ৫৮ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং বিজয় বিশ্বাস ১৮ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে ১৮ রান করেন। শতদল সংঘের পক্ষে শুভম সূত্রধর ৩৬ রানে পাঁচটি উইকেট দখল করেন।
#tripura #cricket #super #four #tsn