টিএসএন ডেস্ক,২৪ এপ্রিল।।
দ্বিতীয় জয় পেয়ে মরশুম শেষ করলো মৌচাক ক্লাব। সিকান্দর কুমারের অলরাউন্ড পারফরমেন্সে বৃহস্পতিবার মৌচাক ক্লাব আট উইকেটে পরাজিত করে বি সি সি-কে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। এদিন টি আই টি মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে বি সি সি-র গড়া ১৫৩ রানের জবাবে মৌচাক ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের সিকান্দার কুমার প্রথমে বল হাতে তিন উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ৩৬ রানে অপরাজিত থেকে যান। বিফলে গেলো প্রীতম দাশের দুরন্ত ব্যাটিং। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে বি সি সি ১৫৩ রান করতে সক্ষম হয়। দলকে লড়াই করার স্কোরে নিয়ে যান ওপেনার তথা উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রীতম দাস। ১২১ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে প্রীতম ৬০ রান করেন। এছাড়া দলের পক্ষে অভিষেক সিং ৪১ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২১, তন্ময় ঘোষ ৯ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১২, প্রবীণ কুমার ২৭ বল খেলে ১১ এবং অর্কজিত দাস ১১ বল খেলে একটি ওয়ার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। মৌচাক ক্লাবের পক্ষে সিকান্দার কুমার ছাব্বিশ রানে তিনটি, কিষান মুড়া সিং ২২ রানে, আরিপ মিঁয়া ২৩ রানে এবং শাহীন জামান চৌধুরী উনত্রিশ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে মৌচাক ক্লাব ২৬ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সিদ্ধার্থ দেবনাথ ৪৭ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ রানে এবং সিকান্দার কুমার কুড়ি বল খেলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে দেবাংশু দত্ত ৫৬ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ৪২ এবং রবি শংকর মুড়া সিং ৩৪ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করেন।
#Tripura #A-division #cricket #tns