Tripura Cricket: স্বপ্ন অধরা উদয়পুরের, ফাইনালে সদর ‘এ ‘।

Screenshot 2025 03 20 19 42 10 23 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

টিএসএন ডেস্ক ২মে।।
               উদয়পুর মহকুমাকে চূর্ণ করে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় সদর ‘ এ ‘। বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে জয়ন্ত দেবনাথের ছেলেরা। শক্তিশালী উদয়পুর মহকুমার ক্রিকেটারদের তেমনভাবে মাথা তুলে দাঁড়াতেই দেয়নি তানিস্ক চক্রবর্তীরা। জাঙ্গালিয়া মাঠে অনুষ্ঠিত ম্যাচে ডি এল এস ম্যাথডে সদর ‘ এ ‘ ৩৭ রানে পরাজিত করে উদয়পুর মহকুমাকে। রাজ্য অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে। উদয়পুর মহকুমার গড়া ১২১ রানের জবাবে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন সদর ‘ এ ‘-‌র স্কোর ছিলো ২৮ ওভারে ১০৫ রান ২ উইকেট হারিয়ে। ডি এল এস ম্যাথডে ২৮ ওভারের সদর ‘ এ ‘-‌র দরকার ছিলো ৬৯ রান। ওই রান থেকে ৩৭ রানে এগিয়েছিল সদর ‘ এ ‘। ফলে ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করে নেয় সদর ‘ এ ‘। এদিন সকালে টসে জয়লাভ করে সদর ‘ এ ‘-‌র অধিনায়ক সন্দীপন দাস প্রথমে বিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানান। সদর ‘ এ ‘-‌র পেস – স্পিন আক্রমণে নাজেহাল হয়ে পড়ে উদয়পুর মহকুমার ব্যাটার্স-‌রা। শেষ দিকে কৃষান দাস যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে সম্ভবত উদয়পুরের স্কোর ৭৫ রানের গণ্ডি পার হতো না। উদয়পুর ১২১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে কৃষাণ দাস ৫৪ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, সুরজিৎ দেবনাথ ৬৪ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং বীরজিৎ দাস ৪৭ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। সদর ‘ এ ‘-‌র পক্ষে আনস ভাটনগর ২০ রানে তিনটি, চন্দ্রশান্ত গোস্বামী ১৫ রানে, তানিস্ক চক্রবর্তী ২০ রানে এবং আকাশ দেবনাথ ৩১ রানের দুটি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে সদর ‘ এ ‘-‌র দুই ওপেনার তানিস্ক চক্রবর্তী এবং স্নেহাংশু রায় ওপেনিং জুটিতে ঠান্ডা মাথায় ব্যাট করে দলের জয়ের রাস্তাটা অনেকটা পরিষ্কার করে দেয়। শেষ পর্যন্ত ২৮ ওভারে দুই উইকেট হারিয়ে ১০৫ করে সদর ‘ এ ‘ বৃষ্টি যখন শুরু হয়। সদর ‘ এ ‘-‌র পক্ষে অয়ন দেবনাথ ৫৬ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্য ১৮ রানে এবং সন্দীপন দাস ২২ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৪ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে তানিস্ক চক্রবর্তী ৪০ বল খেলে পাঁচটি বাউন্ডারি সাহায্যে ২৭ এবং স্নেহাংশু রায় ৫৩ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। দলীয় ক্রিকেটারদের দুরন্ত পারফরমেন্সে খুশি কোচ জয়ন্ত দেবনাথ। জয়ের ধারা ফাইনালেও বজায় রাখতে বদ্ধপরিকর সদর ‘ এ ‘-‌র ক্রিকেটাররা।‌
#Tripura #Cricket #Sub-division #level #TSN


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *