টিএসএন ডেস্ক, ২মে।।
গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়ে এগিয়ে গেলো ব্লাড মাউথ ক্লাব। ডি এল এস ম্যাথডে ৭ রানে পরাজিত করলো এগিয়ে চলো সংঘ-কে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেটে। টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্লাড মাউথের গড়া ১০৭ রানের জবাবে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন এগিয়ে চলো সঙ্ঘ করছিল ৩ উইকেটে ২৩ রান। ওই সময় জয়ের জন্য এগিয়ে চলো দরকার ছিল ৩১ রান। ওই রান করতে না পারায় গুরুত্বপূর্ণ ম্যাচের জয় পেয়ে গেলবারের চ্যাম্পিয়ন ব্লাড মাউথ ক্লাব এক কদম এগিয়ে গেলো। টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে বৃহস্পতিবার দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ব্লাড মাউথ ক্লাব নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১০৭ রান করে। দলের পক্ষে ওপেনার অম্বিকা দেবনাথ ৪৬ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ৫০, অনামিকা দাস ২০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২০ এবং পূজা পাল ১৩ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। জবাবে খেলতে নেমে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন ৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩ রান করে এগিয়ে চলো সংঘ। দলের পক্ষে মেঘা সরকার ১৫ বল খেলে ১০ রান করেন। ফলে ৭ রানে জয় পায় গুরুত্বপূর্ণ ম্যাচে ব্লাড মাউথ ক্লাব।
#Tripura #Womem #Cricket #TSN