টি আই টি মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তরুণ সংঘের গড়া ১২২ রানের জবাবে ব্লাড মাউথ ক্লাব ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের অনামিকা দাস ৪৮ রানে অপরাজিত থেকে যান।
টিএসএন ডেস্ক, ১৪ মে।।
ফাইনালেও দাপট দেখালেন কমলা- কালো বাহিনী। আবারও টি-২০ আসরে সেরার সম্মান পেলো ব্লাড মাউথ ক্লাব। মঙ্গলবার রিজার্ভ ডে-তে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ব্লাড মাউথ ক্লাব ৮ উইকেটে পরাজিত করে তরুণ সংঘ কোচিং সেন্টারকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মুলক টি-২০ ক্রিকেটে। টি আই টি মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তরুণ সংঘের গড়া ১২২ রানের জবাবে ব্লাড মাউথ ক্লাব ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের অনামিকা দাস ৪৮ রানে অপরাজিত থেকে যান। এ দিন সকালে টসে জয় লাভ করে প্রথম ব্যাট করতে নেমে ব্লাড মাউথ ক্লাবের বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে তরুণ সংঘ নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১২২ রান করতে সক্ষম হয়। দলকে লড়াই করার স্কোরে নিয়ে যান ইন্দ্ররাণী জমাতিয়া। দুরন্ত ব্যাট করেন তরুণ সংঘের ওই ওপেনারটি। ত্রিপুরা সিনিয়র মহিলা দলের ওই ব্যাটসম্যানটি একান্ন বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন। এছাড়া দলের পক্ষে শিউলি চক্রবর্তী ২২ বল খেলে ১৯ এবং প্রিয়াঙ্কা সাহা ১৯ বল খেলে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। ব্লাড মাউথ ক্লাবের পক্ষে পূজা পাল ১৩ রানে এবং অন্তরা দাস ২১ রানের দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ব্লাড মাউথ ক্লাব দুই বল বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অনামিকা দাস ৪৬ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৪৮ রানে এবং দল নায়িকা ঋজু সাহা ২৮ বলছে দুটি বাউন্ডারি সাহায্যে ৩৪ রানে অপরাজিত থেকে যান। তৃতীয় উইকেটে ওই জুটি অপরাজিত ভাবে ৫৬ রান যোগ করেন। এছাড়া দলের পক্ষে অম্বিকা দেবনাথ ২৫ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। খেলা শেষে মাঠেই বিজয়োল্লাসে মেতে উঠেন বিজয়ী দলের ক্রিকেটার সহ কর্তারা।
#tripura #agt #women #cricket #TSN