Tripura Cricket: কোচ বিহার ট্রফিতে প্রত্যাশিত ভাবেই ত্রিপুরার পরাজয় ।

IMG 20251101 WA0103 scaled

টিএসএন ডেস্ক,২৫ নভেম্বর।।
    প্রত্যাশিতভাবেই ইনিংসে পরাজিত হলো ত্রিপুরা। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার দারুন। ত্রিপুরা পরাজিত হল ইনিংস এবং ১৪০ রানে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে। অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফি ক্রিকেটে। চার দিনের ম্যাচ শেষ হয়ে গেলো পৌনে তিনদিনেই। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার দীপঙ্কর ভাটনগর, সিদ্ধার্থ দেবনাথ এবং অভিক পাল দুরন্ত লড়াই করলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। সাগরের এমপিসিএ মাঠে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় দিনের শেষেই ত্রিপুরার পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। দেখার ছিল তৃতীয় দিনে কতটা লড়াই ছুঁড়ে দিতে পারেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুটা ভালো করেছিল রাজ্য দল। তবে দুর্ভাগ্য দীপঙ্করের। যশ বর্ধন সিং চৌহানের বলে স্টেপ আউট করে মারতে গিয়ে নিজের উইকেটটি ছুঁড়ে দিয়ে আসেন দীপঙ্কর। আউট হওয়ার আগে ৯০ বল খেলে আটটি বাউন্ডারি সাহায্যে আটচল্লিশ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে সিদ্ধার্থ দেবনাথ ১৮৮ বল খেলে ১৪ টি বাউন্ডারির সাহায্যে ৮৫, অভিক পাল ১৩১ বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৫২, রিয়াদ হোসেন ৫৫ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং জয় চক্রবর্তী ৬৭ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ত্রিপুরা ১০২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৮ রান করতে সক্ষম হয়। মধ্যপ্রদেশের পক্ষে যশবর্ধন ৮২ রানে চারটি, গিররাজ শর্মা ৩৬ রানে তিনটি এবং আয়াম সারদানা ৫১ রানের দুটি উইকেট দখল করেন। প্রসঙ্গত ত্রিপুরার ১১১ রানের জবাবে স্বাগতিক মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে সাত উইকেট হারিয়ে ৫১৯ রান করে ইনিংসে সমাপ্তি ঘোষনা করেছিলেন। ত্রিপুরা আসরের তৃতীয় ম্যাচ খেলবে শক্তিশালী দিল্লির বিরুদ্ধে। ১-৪ ডিসেম্বর হবে ম্যাচটি।


2 thoughts on “Tripura Cricket: কোচ বিহার ট্রফিতে প্রত্যাশিত ভাবেই ত্রিপুরার পরাজয় ।

  1. W88xlm, I’ve seen it floating around. Decent variety, not much to complain about. Solid enough if you’re already familiar with the W88 brand. Not a bad choice, overall. w88xlm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *