Tripura Cricket: ভাটনগরের দুর্দান্ত অর্ধ শতরান,
জয়ী কসমোপলিটন ক্লাব।

IMG 20250523 003358 4

টিএসএন ডেস্ক, ২৮ জুলাই।।
           দুরন্ত দীপঙ্কর ভাটনগর। গেলো বছর অফ ফর্মে থাকার দরুন জায়গা পায়নি ত্রিপুরা দলে। এবছর আবার ফর্মে ফেরার আভাস দিয়েছে ওই প্রতিভাবান ব্যাটসম্যানটি। প্রথম ম্যাচে ৪২ রান করার পর সোমবার চোখ ঝলসানো অর্ধশতরান করে কসমোপলিটনকে জয়ের রাস্তা দেখিয়েছে।। টানা দুই ম্যাচে জয়লাভ করে ‘ বি ‘ গ্রুপে আপাতত শীর্ষে রয়েছে কসমোপলিটন ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৮ ক্লাব লিগ ক্রিকেটে। তালতলা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে কসমোপলিটন ক্লাব ৯ উইকেটে পরাজিত করে শতদল সংঘকে। বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরি হওয়ায় ওভার কমিয়ে আনা হয়েছিল ২০ শে । সকালে কসমোপলিটন ক্লাবের অধিনায়ক টসে জয়লাভ করে শতদল সংঘকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। কসমোপলিটনের বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে শতদল সংঘ ১০৯ রান করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে। দলের পক্ষে দেবজ্যোতি পাল ৩৯ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ৩৭, নয়ন মিঁয়া ১২ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১২, সোয়েল ১২ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১২ এবং যথার্থ সিনহা ১৮ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান কসমোপলিটনের বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। কসমোপলিটনের পক্ষে দ্বীপ দেব ১৯ রানে এবং সৌম্রাংশু পাল ১৯ রানে দুটি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ২৩ বল বাকি থাকতে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কসমোপলিটন ক্লাব। দলের হয়ে গোড়া পত্তন করতে নেমে দুরন্ত ব্যাটিং করে দীপঙ্কর ভাটনগর। দীপঙ্করকে যোগ্য সহযোগিতা করে উজ্জয়ন বর্মন। দ্বিতীয় উইকেটে জুটি অপরাজিত থেকে ৭০ রানের পার্টনারশিপ করে। দীপঙ্কর ৫১ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ রানে এবং উজ্জয়ন ৪০ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রানে অপরাজিত থেকে যায়। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান।‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *