Tripura Cricket: সোমবার থেকে শুরু ‌রাজ্য মহিলা ক্রিকেট।

IMG 20250504 WA0003

টিএসএন ডেস্ক,১২ জুলাই।।
        নতুন করে ঘোষিত হলো রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটের ক্রীড়াসূচী। বৃষ্টির জন্য পরিত্যক্ত হওয়া রাজ্য আসর শুরু হবে ১৪ জুলাই থেকে। ঐদিন এমবিবি স্টেডিয়ামের সদর খেলবে খোয়াই মহকুমার বিরুদ্ধে, মোহনপুরে তালতলা স্কুল মাঠে বিশালগড় খেলবে মোহনপুর মহকুমার বিরুদ্ধে, উদয়পুরের জামজুরি স্কুল মাঠে উদয়পুর খেলবে শান্তিরবাজার মহকুমার বিরুদ্ধে, মেলাঘরের শহীদ কাজল ময়দানে সাব্রুম খেলবে সোনামুড়া মহকুমার বিরুদ্ধে এবং কলেজ স্টেডিয়ামে ধর্মনগর খেলবে কৈলাসহর মহকুমার বিরুদ্ধে। গ্রুপ লীগের খেলা শেষ হবে ২৪ জুলাই। আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ২৭ এবং ২৯ জুলাই। ফাইনাল ম্যাচ হবে ৩১ জুলাই। ধর্মনগর কলেজ স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে আসরের ক্রীড়া সূচী ঘোষণা করেন।‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *