Tripura Cricket: অর্জুনের শতরানে জয়ী ওপিসি’র বিএসটি বধ।

Screenshot 2025 03 20 19 42 10 23 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12 1

টিএসএন ডেস্ক,২৩ এপ্রিল।।
        প্রথম ডিভিশন ক্রিকেটে চতুর্থ জয় পেলো ও পি সি। পাঁচ ম্যাচ খেলে। মঙ্গলবার ও পি সি ৭ উইকেটে পরাজিত করে ইউ বি এস টি-‌কে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে। ও পি সি-‌কে দুরন্ত জয় এনে দিতে মুখ্য ভূমিকা নেন অর্জুন ভরদ্বাজ এবং নবারুণ চক্রবর্তী। ম্যাচে ইউ বি এস টি-‌র গড়া ১৯০ রানের জবাবে ও পি সি ২৭.১ ওভার বাকি থাকতে ৩  উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিন সকালে টসে জয়লাভ করে ও পি সি র অধিনায়ক শুভম ঘোষ প্রথমে ইউ বি এস টি-কে ব্যাট করার আমন্ত্রণ জানান। ইউ বি এস টি ৪৯.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৯০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে করণ ৪৮ বল খেলে তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫, ঋতুরাজ দেবনাথ ৬১ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, সায়ন দাস একান্ন বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩০, এবং হর্ষ আল্লা ৪২ বল খেলে ১৩ রান করেন। ও পি সির পক্ষে কাজল সূত্রধর ২৭ রানে, নিরুপম সেন চৌধুরী ৩২ রানে এবং শুভম ঘোষ ৩৩ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ও পি সি ২৭.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তোলে নেয়। বিজয়ী দলের অর্জুন ভরদ্বাজ ৬২ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও নয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে ওপেনার নবারুণ চক্রবর্তী একাত্তর বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯ এবং অনিকেত সিনহা ১৯ বল খেলে দুটি বাউন্ডারি ও একটা ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। ইউ বি এস টি-‌র পক্ষে পরমজিৎ ঘোষ ১৮ রানে দুটি উইকেট দখল করেন।‌
#Tripura #Cricket #Opc #Bst #Tsn


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *