টিএসএন ডেস্ক,১১ ডিসেম্বর।।
তামিলনাড়ুর কাছে প্রত্যাশিত পরাজয়। তাও ইনিংস সহ ২৭৭ রানের বিশাল ব্যবধানে। ৭১-এ প্রথম ইনিংস, দ্বিতীয় ইনিংস ফুরুৎ ৯৭ রানে। ব্যাটার্সদের প্রত্যাশিত ব্যর্থতায় ভরাডুবি ত্রিপুরা দলের। আখেরে বিজয়ী তামিলনাড়ুর যথেষ্ট লাভ হয়েছে। বোনাস সহ ৭ পয়েন্ট পেয়ে চার রাউন্ড খেলা শেষে মোট ২১ পয়েন্ট প্রাপ্তির সুবাদে এই মুহূর্তে তামিলনাড়ু পয়েন্ট তালিকার শীর্ষে। এলিট এ গ্রুপ থেকে তামিলনাড়ু মুল পর্বে খেলার দাবিদার। কোচবিহার ট্রফি পুরুষদের অনূর্ধ্ব ১৯ চার দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের। এলিট এ গ্রুপের খেলায় চতুর্থ রাউন্ডে ত্রিপুরা দল তামিলনাড়ুর কাছে ইনিংস সহ ২৭৭ রানের ব্যবধানে পর্যুদস্ত হয়েছে। তামিলনাড়ু প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৩২ ওভারে আট উইকেটে ৪৪৫ রানে ইনিংস ঘোষণার পর ত্রিপুরা দলের ব্যাটার্সরা প্রতিপক্ষের পাহাড় প্রমাণ রানের চাপে একেবারে ছন্নছাড়া ব্যাটিং পারফরম্যান্স দেখায়। আজ, বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনে ত্রিপুরা ৬৪ রান হাতে নিয়ে খেলা শুরু করে। ৭ রান যোগ করতেই প্রথম ইনিংসের সমাপ্তি। ফলোঅনে ব্যাট করতে নেমে ৪০.২ ওভার খেলে ৯৭ রানে দ্বিতীয় ইনিংসও গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে অর্কজিৎ সাহা একা কুম্ভ হয়ে ব্যাট হাতে দাঁড়ানোর চেষ্টা করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা দূর অস্ত ঠেকে। অর্কজিৎ ৮০ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৪৭ রান সংগ্রহ করে। রিয়াদ হোসেন ৩৬ বল খেলে তিনটি বাউন্ডারি মেরে ২০ রান পায়। অন্যদের কেউ দুই অংকতেই পৌছুতে পারেনি। তামিলনাড়ুর বোলার কিশোর ৩২ রানে চারটি, সন্দীপ এবং হেম ছোদেশান তিনটি করে উইকেট পেয়েছে। তামিলনাড়ুর ইনিংসে সাবিন এর অপরাজিত শত রান তাঁদের বড় স্কোরের পেছনে অন্যতম যোগান। এছাড়া হেম ছোদেশানের ৫৫ রানও উল্লেখ করার মতো। প্রারম্ভিক ব্যাটার্সদের মধ্যে রাজ জ্যামির ৭৮ রান, খুশ বারদিয়ার ৫৯ রান এবং বিনীত এর ৫১ রানও উল্লেখযোগ্য। বোলিংয়ে ত্রিপুরার শুভজিৎ দাস, সিদ্ধার্থ দেবনাথ এবং রিয়াদ হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছিল। তামিলনাড়ু অলরাউন্ডার হেম ছোদেশান ১৭ রানে তিনটি এবং সন্দীপ ও কিশোর দুটি করে উইকেট পেয়েছে। ত্রিপুরা দল এখন পরবর্তী অর্থাৎ লীগের অন্তিম ম্যাচ নিয়ে ভাবছে। প্রতিপক্ষ বিহার। খেলা এমবিবি স্টেডিয়ামে। শুরু ১৬ ডিসেম্বর থেকে। বিহার এ পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে প্রথম তিনটিতে হেরে চতুর্থ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে ম্যাচ ড্র করলেও প্রথমে ইনিংসে পিছিয়ে থাকায় মাত্র এক পয়েন্ট পেয়েছে। ত্রিপুরা দলের প্রত্যাশা রয়েছে বিহারকে হারিয়ে ঘরের মাঠে পুরো পয়েন্ট পাবে।

