টিএসএন ডেস্ক , ২২ মে।।
সৌম্রাংশু পালের ঝড়ো শতরান। তাতেই দুরন্ত জয় পেলো হেনরি ডিরোজিও একাডেমি। ১৯০ রানে পরাজিত করলো হিন্দি স্কুলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত: স্কুল ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে হেনরি ডিরোজিও একাডেমি এদিন দুপুরে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে তিন উইকেটে ৩০০ রান করে। দলের পক্ষে সৌম্রাংশু ৫২ বল খেলে ১৬ টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৭, রাজদীপ দেবনাথ ৪৮ বল খেলে চারটি বাউন্ডারি ওয়ার্ডটি ওভার বাউন্ডারি সাহায্যে ৮৫, উজ্জয়ন বর্মন ১৪ বল খেলে তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ এবং শাহীন জামান চৌধুরী ১০ বল খেলে তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে। ওপেনিং জুটিতে শৌভ্রাংশু এবং রাজদীপ যোগ করে ২২১ রান। জবাবে খেলতে নেমে হিন্দি স্কুল ১১০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রিয়াংশু রায় ২৭ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, অঙ্কুশ ব্যানার্জি ৩৮ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং প্রিয়ং সাহা ৬ গোল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। হেনরি ডিরোজিও একাডেমির পক্ষে রাহুল বর্মন ১২ রানে তিনটি উইকেট দখল করে।
#tripura #school #cticket #tsn
Tripura School Cricket: সৌম্রাংশু- র শতরান, রাজদীপের ৫৮।স্কুলক্রিকেটে রেকর্ড পার্টনারশীপ।
