টিএসএন ডেস্ক,৯ আগস্ট।।
চতুর্থ স্থান দখল করলো ত্রিপুরার আরাধ্যা দাস। মহারাষ্ট্রের জলগাঁও অনুষ্ঠিত অনূর্ধ্ব ১১ জাতীয় দাবা প্রতিযোগিতায়। ১১ রাউন্ডে সাড়ে আট পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান দখল করে পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা। শুক্রবার আসরের একাদশ তথা শেষ রাউন্ডে তামিলনাড়ুর ধনশ্রী আরের (১৬৩৩) মুখোমুখি হয়েছিলো ম্যাট্রিক্স চেস একাডেমির দাবাড়ুটি। কালো ঘুটি নিয়ে দুরন্ত খেললেও জয় ছিনিয়ে আনতে পারেনি শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ওই ছাত্রীটি। শেষ পর্যন্ত ভাগ করে পয়েন্ট। আসরে নয় পয়েন্ট পেয়ে ভোকলসে প্রথম স্থান দখল করে মহারাষ্ট্রের কৃষ্ণা তামান্ট জৈন। সমসংখ্যক পয়েন্ট পেয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে যথাক্রমে মহিলা ক্যান্ডিডেট মাস্টার কেরলের ডিভি বিজেশ এবং তামিলনাড়ুর পূজাশ্রী। আরাধ্যার দুরন্ত পারফরম্যান্সে খুশির হাওয়া রাজ্যের দাবা প্রেমীদের মধ্যে। চতুর্থ স্থান দখল করার সুবাদে মেডেল সহ প্রাইজমানি বাবদ আরাধ্যা পেলো ৪০ হাজার টাকা। আরাধ্যার কোচ ফি ডে মাস্টার প্রসেঞ্জিৎ দত্ত অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বিশ্বাস করেন, এবারের সাফল্য আগামী দিনে আরোও ভালো খেলতে সাফল্য করবে আরাধ্যাকে। সোনার মেয়েকে অভিনন্দন জানিয়েছেন রাজ্য দাবা সংস্থার সভাপতি অভিজিৎ মল্লিক এবং সচিব মিঠু দেবনাথ সহ অন্যান্যরা। শ্রীকৃষ্ণ মিশন স্কুলের অধ্যক্ষ চন্দ্র ব্যানার্জি অভিনন্দন জানিয়েছেন তাদের প্রিয় ছাত্রীকে। বিশ্বাস করেন, আরাধ্যার এবারের সাফল্য নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। এবং স্কুল থেকে আরও প্রতিভাবান দাবাড়ু বেরিয়ে আসবে। এ দিকে বালিকা বিভাগে আদ্দা দেও ১১ রাউন্ড আরে ৬ পয়েন্ট, অদ্রিজা সাহা পয়েন্ট পাঁচ এবং শিবাদ্রিতা দেবনাথের পয়েন্ট তিন। বালক বিভাগ ম্যাট্রিক্স চেস একাডেমির অন্তরীপ আচারিয়ার ৬ এবং অভ্রনীল দের পয়েন্ট ৫। চতুর্থ স্থান দখল করে তেমন খুশি নয় আরাধ্যা। জলগাঁও থেকে টেলিফোনে আরাধ্যা বলে, আরেকটু ভালো ফলাফলের আশায় ছিলাম। নবম রাউন্ডের পরাজয় আমাকে পিছিয়ে দিয়েছে। তবে এবারের অভিজ্ঞতা থেকে আগামী দিনে আরও ভালো খেলাতে সাহায্য করবে আমাকে।
Tripura Chess: ৮.৫০ পয়েন্ট নিয়ে জাতীয় দাবায় চার নম্বরে রাজ্যের আরাধ্যা।
