টিএসএন ডেস্ক, ২২ জুন।।
মিশ্র ফলাফল করলো ত্রিপুরার দাবাড়ু-রা। জাতীয় অনূর্ধ্ব-৯ দাবা প্রতিযোগিতায়। হরিয়ানায় ১১ রাউন্ডের আসর শেষ হয় শনিবার। তাতে বালক বিভাগে ৬ পয়েন্ট পেয়ে ১০৬ তম স্থান দখল করে শুভায়ন দাস। বালক বিভাগে রাজ্যের অপর দাবাড়ু দেবরাজ ভট্টাচার্য সাড়ে ৫ পয়েন্ট পেয়ে ১৬১ তম স্থান দখল করে। ওই বিভাগে ১১ রাউন্ডের ১০.৫ পয়েন্ট পেয়ে প্রথম স্থান দখল করে উড়িষ্যার স্বস্তিক সোয়াইন। বালক বিভাগে আসরে অংশ নিয়েছিলো ৩১৮ জন দাবাড়ু। বালিকা বিভাগে ত্রিপুরা তৃষিকা কামারাপু ৬ পয়েন্ট পেয়ে ৭২ তম স্থান দখল করে। রাজ্যের অপর দাবাড়ু অবন্তিকা চক্রবর্তী সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে ৯২ তম স্থান দখল করে। বালিকে বিভাগে মহারাষ্ট্রের গিরিশা প্রসন্ন পাই সাড়ে ১০ পয়েন্ট পেয়ে খেতাব দখল করে। বালিকা বিভাগে মোট অংশ নিয়েছিল ১৭৩ জন দাবাড়ু। এ খবর জানান রাজ্য দলের ম্যানেজার সেন্টু রঞ্জন দাস।
Tripura Chess: অনূর্ধ্ব-৯ দাবায় মিশ্র ফলাফল ত্রিপুরা-র।
