টিএসএন ডেস্ক,১১ ডিসেম্বর।।
খেতাবের দৌড় থাকে পিছিয়ে পড়লো দাবাড়ু আর্সিয়া দাস। মহিলা ফিডে মাস্টার আর্সিয়া বৃহস্পতিবার পরাজিত হয় মহিলা গ্র্যান্ড মাস্টার নন্ধিধা পি ভি – র বিরুদ্ধে। কালো ঘুটি নিয়ে দুরন্ত লড়াই শুরু করেছিল ম্যাট্রিক্স চেস একাডেমির দাবাড়ু টি।কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। ৯ রাউন্ড শেষে আর্সিয়ার পয়েন্ট সাড়ে ৬ । আসরে আরও ২ রাউন্ডের খেলা বাকি। এদিকে আর্সিয়া হারলেও এদিন জয় পায় আরাধ্যা দাস।৯ রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট ৫। আজ দশম রাউন্ডের খেলা হবে।
Tripura Chess: খেতাবের দৌড় থাকে পিছিয়ে গেলো আর্শিয়া।

